হাসানুর রহমান নিউইয়র্ক ফিরেছেন

নিউইয়র্ক : দীর্ঘ এক মাস বাংলাদেশে অবস্থানের পর প্রবীণ শিশু সাহিত্যিক, বার্তা সংস্থা বাপসনিউজের চেয়ারম্যান, যুক্তরাষ্ট্রস্থ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদের সভাপতি ও নিউইয়র্কস্থ বনলতা শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক গোষ্ঠীর প্রধান পরিচালক হাসানুর রহমান গত ১৯ জুন মঙ্গলবার কাতার এয়ারযোগে নিউইয়র্ক ফিরে এসেছেন। বাংলাদেশে অবস্থানকালে হাসানুর রহমান শিশু সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন শিরি শিশু সাহিত্য কেন্দ্রের ঢাকা কেন্দ্রীয় শাখার পর্যালোচনা সভায় সভাপতিত্ব করা ছাড়াও সাবেক স্বরাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত একেএম কামাল উদ্দিন চৌধুরী, বিশিষ্ট তৈলচিত্র শিল্পী স্থপতি আলী ঈমাম,বাংলাদেশ শিশু একাডেমির সাবেক পরিচালক শাহজাহান কিবরিয়া, ঢাকা বিশ^বিদ্যালয়ের ভূতত্ব বিভাগের এককালীন চেয়ারম্যান ডক্টর বদরুল ঈমাম ও দৈনিক প্রথম আলো’র পান্ডুলিপি সম্পাদক শিশু সাহিত্যিক আখতার হুসেন সহ দেশের কয়েকজন বিশিষ্ট কলামিস্ট, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের সাথে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন ও মত বিনিময় করেন। প্রেস বিজ্ঞপ্তি।