হাসিনাকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণ

ঢাকা : আগামী জুনে কানাডার কুইবেকে অনুষ্ঠেয় জি-৭ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কানাডা সফরে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডায় প্রকাশিত বাংলা পত্রিকা নতুন দেশ গত ৫ মে এই খবর প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্রিষ্টিয়া ফ্রিল্যান্ড বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন বলেও জানানো হয় ওই প্রতিবেদনে। দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে নতুন দেশ জানায়, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তুলে ধরার জন্য শেখ হাসিনাকে এই আমন্ত্রণ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।
রোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের প্রশংসাকারীদের একজন জাস্টিন ট্রুডো। গত এপ্রিলে কমনওয়েল শীর্ষ সম্মেলনে শেখ হাসিনার প্রশংসা করেন তিনি। সে সময় ট্রুডোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা।