হিউম্যান সাপোর্টের বিনামূল্যে টিকাদান ক্যাম্পেইন

নিউইয়র্ক : হিউম্যান সাপোর্ট করপো. এর ফ্রি টিকাদান কর্মসূচি

ঠিকানা রিপোর্ট : শীতের শুরুতে প্রতি বছরের মতো গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে হিউম্যান সাপোর্ট করপোরেশন উদ্যোগে বিনামূল্যে ফ্লু ভ্যাকসিন কর্মসূচি আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক মো. সোলায়মান আলী ধারাবাহিকভাবে প্রতি বছরের মতো এবারও ‘মানুষ মানুষের জন্য’ শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে ক্রমবর্ধমান কমিউনিটিতে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতীকী হিসাবে এই কর্মসূচি পালন করে আসছেন। বীর মুক্তিযোদ্ধা ও বাংলা সিডি প্যাপ সার্ভিসের স্বত্ত্বাধিকারী আবু জাফর মাহমুদ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ও উদ্বোধনী বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ও উপস্থিত থেকে কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, ফোবানার সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ড. সিদ্দিকুর রহমান।

নিউইয়র্ক : হিউম্যান সাপোর্ট করপো. এর ফ্রি টিকাদান কর্মসূচিতে অতিথি ও আয়োজকবৃন্দ। 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাছিব মামুন, প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য শাহানারা রহমান, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, শোটাইম মিউজিকের স্বত্ত্বাধিকারী আলমগীর খান আলম, ইকে টেকনোলোজির স্বত্ত্বাধিকারী আব্দুল কাদের, হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সাধারণ সম্পাদক তপন কুমার সেন ও যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহানারা আলী প্রমুখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতিবছর উত্তর আমেরিকায় ফ্লু-ভাইরাসে আক্রান্ত হয়ে হাজারের অধিক মানুষ মারা যায়। হিউম্যান সাপোর্ট কর্পোরেশন পর্যায়ক্রমে বিগত ৯ বছর ধরে কমিউনিটির সেবায় এই কর্মসূচি পালন করে আসছে। মানুষের সেবাই তাদের মূখ্য উদ্দেশ্য। কমিউনিটির নিঃস্বার্থ সেবার লক্ষ্যে আগ্রহীদের স্বস্ব উদ্যোগে এই সংগঠনের সদস্য বা স্বেচ্ছাসেবক হওয়ার অনুরোধ জানান সংগঠনের সভাপতি। এই সংগঠনের নতুন সদস্য বা ভলান্টিয়ার সংগ্রহ অভিযান চলছে। ওয়ালগ্রিন ফার্মেসির ভ্যাকসিন সরবরাহ ও টিকাদানে টেকনিক্যাল সাপোর্ট ও স্পন্সরশিপে এই কর্মসূচি পালন করা হয়। প্রতিটি প্রোগ্রামে ওয়ালগ্রিন ফার্মেসি ম্যানেজার কার্তিজা শাহ্ নিজে ইনজেকশন পুশ করে টিকাদান কর্মসূচিতে সহায়তা করে আসছেন প্রতি বছর। কমিউনিটির পক্ষ থেকে ফার্মাসিস্টকে শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
কমিউনিটিতে স্বাস্থ্য সচেতনতা তৈরিতে ও যাদের হেল্থ ইন্স্যুরেন্স নেই তাদের জন্য এই কর্মসূচি সহায়তা করে।