স্পোর্টস ডেস্ক : প্রেম একবারই এসেছিল জীবনে…। এ কথা অন্তত মার্টিনা হিঙ্গিসের বেলায় খাটে না। তার জীবনে প্রেম এসেছে বারবার। ঢেউয়ের পর ঢেউয়ের মতো। এই সাবেক সুইস টেনিস তারকার খেলোয়াড়ি জীবন যেমন বর্ণময় ছিল, তেমনি তার প্রণয়-ভাগ্যও ঈর্ষণীয়। সেই কবে প্রায় ১৮ বছর আগে ডেট করতেন সুইডিশ গলফ তারকা ম্যাগনাস নরম্যানের সঙ্গে। এরপর নিজেকে জড়ান আরেক গলফার স্পেনের সের্গিও গার্সিয়ার সঙ্গে। এখানেই থেমে থাকেননি হিঙ্গিস। চেক খেলোয়াড় রাদেক স্তেপানেকের সঙ্গে ডেট করেন বছরকয়েক। অতঃপর প্রেম টেনিস তারকা ইভো হুগেনবার্গ এবং গুলিয়ান আলন্সোর সঙ্গে। এখানেই কী শেষ? আরে না! ২৪ বছরের ফরাসি ইকুয়েস্ট্রিয়ান তারকা থিবাউ হুতিনকে হিঙ্গিস বিয়ে করেন ২০০০ সালে।
১৩ বছর টিকেছিল সেই সংসার। এরপর চার বছর কোনো খবর নেই টেনিস সুন্দরীর। গেল বছর আবারও সংবাদের শিরোনামে হিঙ্গিস।
স্পেনের স্পোর্টস ম্যানেজার দাবিদ তোসাস রোসের সঙ্গে তার প্রেমের খবর চাউর হয়। সেই প্রেমেও ভাটা পড়ে এক সময়। নতুন খবর, বিয়ে করেছেন মার্টিনা হিঙ্গিস। বর সাবেক স্পোর্টস ফিজিশিয়ান হেরাল্ড লিমান। এক বছর ধরে প্রেমের ফসল পরিণয়। সেটা ঠিক আছে। প্রশ্ন হলো, এরপর কী? ওয়েবসাইট।