হিনার বিরুদ্ধে আইনি নোটিশ

গহনা আত্মসাতের অভিযোগ উঠেছে বলিউড অভিনেত্রী হিনা খানের বিরুদ্ধে। একটি সংস্থার স্বর্ণ ফেরত না দেওয়ায় তার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এই অভিযোগে তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলেও জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে।
জানা গেছে, সম্প্রতি ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার গ্রহণ করার জন্য শাড়ির সঙ্গে স্বর্ণের হার পরেছিলেন হিনা খান। একটি সংস্থা সেই হারটি তাকে পরার জন্য দিয়েছিল। অনুষ্ঠানটি শেষ হওয়ার অনেক দিন পার হলেও সেই হারটি এখনো ফেরত দেননি হিনা। হারটি ফেরত পাওয়ার জন্য তার সঙ্গে যোগাযোগ করেন সে সংস্থার কর্তৃপক্ষ। হিনা তাদের জানায়, তার স্টাইলিস্ট হারটি হারিয়ে ফেলেছেন।
হারটি ফেরত অথবা মূল্য পরিশোধ করার জন্য সংস্থাটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। তবে এ অভিযোগ অস্বীকার করেন হিনা। নিজের টুইটারে তিনি লেখেন, ‘আইনি নোটিশটি এখনো আমার বাড়িতে এসে পৌঁছাল না এটা ভেবেই আমি অবাক হচ্ছি। এটি গণমাধ্যমের কাছে কীভাবে গেল?’ হিনা খান মনে করছেন, নিন্দুকরা তার সফলতা সহ্য করতে পারছে না। তাই তার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। সময়ই সব বলে দেবে।