হুদার মামলায় সিনহার বিরুদ্ধে তদন্ত শুরু

ঢাকা: সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদার করা মামলার নথি পাওয়ার পর তদন্ত শুরুর কথা বলেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বুধবার সকালে সেগুনবাগিচার দুদক কার্যালয়ে এসকে সিনহার বিরুদ্ধে অভিযোগের একটি কপি আসার পর তদন্তকাজ শুরু হয়।

দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, তদন্ত শুরু হয়ে গেছে। মামলার এফআইআর আসছে, এখন আমরা তদন্ত কর্মকর্তা নিয়োগ দেব। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা বিচার বিশ্লেষণ করবে। আইনের বাইরে যাওয়া যাবে না।

ইকবাল মাহমুদ বলেন, সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে আদালতের মাধ্যমে একটি পেপার এসেছে। তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা বিচার-বিশ্লেষণ করে দেখবেন। আপাতত এর বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, আদালত বিষয়টি বিবেচনা করেই আমাদের কাছে পাঠিয়েছে। নিশ্চয় কিছু না কিছু না থাকলে, তারা আমাদের কাছে এটি পাঠাতো না।

এসকে সিনহা দেশের বাইরে। জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে কি করবেন— এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, সেটা আমাদের তদন্তকারী কর্মকর্তা দেখবেন। প্রয়োজন হলে তাকে তলব করা হবে।

তিনি বলেন, আমাদের দেশে আইনে সবকিছুই আছে। আন্তর্জাতিক আইনেও আছে। যদি বিচারপতি সিনহাকে আনার প্রয়োজন হয়, সেভাবেই চেষ্টা করা হবে। তবে সেটি অনেক পরের বিষয়। আপাতত জিজ্ঞাসাবাদ করা ম্যান্ডেটরি না।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় এসকে সিনহার বিরুদ্ধে দুটি মামলা করেন ব্যারিস্টার নাজমুল হুদা।

এতে বলা হয়েছে, ২০১৭ সালের ২০ জুলাই নাজমুল হুদার কাছ থেকে ৩ কোটি ২৫ লাখ টাকা ঘুষ দাবি করেছেন সুরেন্দ্র কুমার সিনহা। দুই মামলার একটিতে ২ কোটি, অন্যটিতে ১ কোটি ২৫ লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ আনা হয়েছে।

যুক্তরাষ্ট্রে বিচারপতি সিনহার ভাইয়ের বাড়ি কেনা প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, মিডিয়ার মাধ্যমে জেনেছি, তিনি বাড়ি কিনেছেন। আমার জানা মতে, সিনহার ভাইয়ের পক্ষে সেখানে নাগরিক হওয়া সম্ভব নয়। যেহেতু নাগরিক না হয়ে বাড়ি কিনেছেন, সেটি অবৈধ সম্পদ। অনুসন্ধান শুরু হয়েছে। তদন্ত শেষ হলে ফলাফল জানা যাবে।

দুদক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে নগদ ২ লাখ ৮০ হাজার মার্কিন ডলারে ( বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৩০ লাখ টাকায়) ৪ হাজার বর্গফুটের বাড়ি ক্রয়, বিদেশে অর্থপাচার এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এসকে সিনহার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে তদন্ত করছে দুদক।

সম্প্রতি একটি বই প্রকাশের জের ধরে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা ব্যাপক আলোচনায় এসেছেন। নিউইয়র্কে ওই বই প্রকাশের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বিএনপি ছেড়ে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হতে চাওয়া নাজমুল হুদা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছাড়াও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা এবং সাবেক যোগাযোগমন্ত্রী ছিলেন।

কয়েক বছর আগে বিএনপি ছেড়ে প্রথমে বিএনএফ গঠন করেন নাজমুল হুদা। সেটি হাতছাড়া হয়ে যাওয়ার পর তৃণমূল বিএনপি নামে দল গঠন করেন তিনি।

সর্বশেষ তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএ) নামে একটি জোট গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলে যোগ দেয়ার চেষ্টা করছেন।