হুমকি রোহিঙ্গা ইয়াবা মানবপাচারকারী

কক্সবাজারকে ঘিরে তিন লাখ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

কক্সবাজার : মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধের শিকার হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা প্রায় ১৩ লাখ রোহিঙ্গার ভার, মরণনেশা ইয়াবার ভয়াল থাবা এবং মানবপাচারকারীদের দৌরাত্ম্য এই তিন কারণে ‘কুপোকাত’ বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্রসৈকতের জেলা কক্সবাজার। অথচ পাহাড়-সাগরঘেঁষা ও ইতিহাসসমৃদ্ধ কক্সবাজার ঘিরেই সরকার বাস্তবায়ন করছে কয়েকটি মেগা প্রকল্পসহ অন্তত তিন লাখ কোটি টাকার উন্নয়ন প্রকল্প। যেসব প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর কক্সবাজার হয়ে উঠবে বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক ও পর্যটন গুরুত্বপূর্ণ জেলার একটি।

কক্সবাজার ঘিরে সরকারের প্রকল্পগুলোর মধ্যে কয়েকটি হলো কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন পাইপলাইন স্থাপন, এলএনজি টার্মিনাল, মহেশখালী ডিজিটাল আইল্যান্ড, দোহাজারী-ঘুনধুম রেললাইন নির্মাণ, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ প্রকল্প, এক হাজার ২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প, এলএনজি ও কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, নৌবাহিনীর সাবমেরিন ঘাঁটি নির্মাণ, সাবরাং এক্সক্লুসিভ অর্থনৈতিক জোন, মহেশখালীতে চারটি অর্থনৈতিক অঞ্চল স্থাপন, জালিয়ার দ্বীপ এক্সক্লুসিভ ‘নাফ ট্যুরিজম পার্ক’, হাইটেক পার্ক ও জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট স্থাপন। এ ছাড়া শিগগিরই সরকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু করতে পারে। এসব প্রকল্প বাস্তবায়নাধীন ও প্রক্রিয়াধীন। সোনাদিয়া গভীর সমুদ্রবন্দরের পুনঃসম্ভাব্যতা যাচাইও প্রক্রিয়াধীন।

এসব প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর কক্সবাজার আক্ষরিক অর্থেই পাল্টে যাবেএমনটা বিশ্বাস করে কক্সবাজারের স্থানীয় বাসিন্দারা। কিন্তু তারা এটাও মনে করছে, প্রাণ রক্ষার্থে রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা কক্সবাজারের উন্নয়নকে বিঘিœত করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার জন্য ‘হুমকি’ হয়ে উঠতে পারে। এ ছাড়া দেশের যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে ভয়ংকর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট। আর কর্মক্ষম যুবসমাজের আরেকটি অংশকে পাসপোর্ট-ভিসা ছাড়াই কক্সবাজার দিয়ে পাচার করে দেওয়া হচ্ছে মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো কয়েকটি দেশে। এসব কারণে কক্সবাজার ঘিরে যে সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা মøান হয়ে যেতে পারে বলে মনে করে তারা।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সঙ্গে রোহিঙ্গা, মাদক ও মানবপাচার এই তিনটির খুব বেশি যোগসূত্র নেই বলে দাবি করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন। তিনি বলেন, ‘সরকার প্রায় তিন লাখ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে কক্সবাজারে। এসব প্রকল্পের কাজ শেষ হলে আক্ষরিক অর্থেই বদলে যাবে কক্সবাজার। এর পরও জেলায় রোহিঙ্গা, মাদক ও মানবপাচারকারীদের সৃষ্ট সমস্যা আছে। এটা মোকাবেলায় সরকার আন্তরিকতার সঙ্গে উদ্যোগ নিয়েছে।’

মালয়েশিয়া পাচারকালে ১৩ রোহিঙ্গা উদ্ধার

উখিয়ায় সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৩ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় তিনজন এজাহার নামীয়সহ অজ্ঞাত ১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মামলার আসামিরা হলোÑ এজাহারভুক্ত আবদুল কাদের, মোহাম্মদ শাহজাহান ও মোহাম্মদ নূরুল্লাহসহ অজ্ঞাত ১২ জন।

আসামিরা উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সাগর-উপক‚লীয় বিভিন্ন এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া ১৩ রোহিঙ্গা উখিয়ার কুতুপালং ও বালুখালী এলাকার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। তাদের মধ্যে ছয়জন পুরুষ, ছয়জন নারী ও একজন শিশু রয়েছে।