ঠিকানা রিপোর্ট : নিউইয়র্কে নারায়ণগঞ্জবাসীর উদ্যোগে গঠিত ‘হৃদয়ে নারায়ণগঞ্জ’ ইনকের জমজমাট নৌবিহার অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ আগস্ট রোববার দুপুর থেকে বিলাসবহুল প্রমোদতরী ‘স্কাইলাইন প্রিন্সেস’ করে কয়েকশ নারায়ণগঞ্জবাসী যুক্ত হন এই নৌবিহারে। তারা মেতে ওঠেন আনন্দে।
নৌবিহারের প্রধান অতিথি হিসাবে ছিলেন জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশন এনওয়াই’র সভাপতি ও ইমিগ্র্যান্ট এল্ডার কেয়ারের সিইও গিয়াস আহমেদ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম।অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
এর আগে পিয়ার-১ এ বেলুন উড়িয়ে নৌবিহারের উদ্বোধন করেন অতিথিরা। এসময় শুভেচ্ছা বক্তব্য দেন নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ান অ্যাডভাইজর ফাহাদ সোলায়মান। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রিয়েলটর মিজানুর রহমান, জেবিবিএ নেতা হাসান জিলানী, রাজনীতিবিদ একেএম রফিকুল ইসলাম ডালিম ও সারোয়ার খান বাবু এবং সংগঠনের উপদেষ্টা ও কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।
নৌ-বিহারের আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে ছিলেন যথাক্রমে আনোয়ার আলী এবং শাহনাজ হোসাইন।
অনুষ্ঠানে বর্তমান কমিটি ও সাবেক কমিটির অনেকেই উপস্থিত ছিলেন।
নৌবিহারের পৃষ্ঠপোষকতায় ছিলেন যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা নূর এ আযম (বাবু), বীর মুক্তিযোদ্ধা এম এ মহসিন, ডা. মতিউল হক তপন, মো. আছির উদ্দীন উজ্জ্বল, মো. ফয়সাল হক দোলন।
অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন বাবলী হক ও শারমিন সুলতানা চৌধুরী।
অনুষ্ঠান সমন্বয় করেন মো. আব্দুল আউয়াল, ডা. কাজী জহিরুল ইসলাম, তাকবির রহমান পাপ্পু, মো. আব্দুল হক।
নৌ বিহারে প্রসঙ্গে আয়োজকরা জানান, যারা নারায়নগঞ্জকে ভালবাসেন তারা আজ নৌবিহারে এসেছেন। ভবিষ্যতে আরো ভাল অনুষ্ঠান করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। একই সাথে নৌবিহারে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের।