সুজন দাশ :
কুয়াশাঢাকা সকালবেলায়
শিশির জমে ঘাসে,
হালকা শীতের দোলায় দুলে
হেমন্ত ঐ আসে।
চিঠি পাঠায় হেমন্তকে
হলুদ গাদার মেয়ে,
নুইয়ে পড়ে কাশফুলেরা
শীতের ছোঁয়া পেয়ে।
ছড়িয়ে শোভা মল্লিকা তার
মিষ্টি করে হাসে,
প্রাণটি কাড়ে কামিনী তার
পাগল করা বাসে।
অগ্রানের ঐ মাঠে মাঠে
সোনার বরণ ধান,
চাষির মনে খুশির দোলা
কণ্ঠে মধুর গান।
কামরাঙা ও চালতা ডালিম
এই সময়ে ধরে,
নতুন চালে বানায় পিঠা
সবার ঘরে ঘরে।