ঠিকানা অনলাইন : কাতার বিশ্বকাপে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়েই নকআউট পর্বের টিকিট কাটল আর্জেন্টিনা। এদিকে হেরেও গ্রুপ রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে পোল্যান্ড। আর সৌদি আরবকে ২-১ গোলে হারিয়েও বিদায় নিতে হয়েছে মেক্সিকোকে। পোল্যান্ড ও মেক্সিকো দুটি দলেরই সমান ৪ পয়েন্ট। তবে গোল গড়ে পোল্যান্ড এগিয়ে থাকায় তারা জায়গা পেল শেষ ষোলোতে।
৩০ নভেম্বর বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় স্টেডিয়াম ৯৭৪-এ মুখোমুখি হয় দুই দল। চার পরিবর্তন নিয়ে পোল্যান্ডের বিপক্ষে এদিন খেলতে নামে আর্জেন্টিনা। শুরু থেকেই আক্রমণাত্মকভাবে খেলতে থাকে আলবিসেলেস্তারা৷
প্রথমার্ধে পেনাল্টি মিস করেন মেসি। তার বুলেট গতির শট রুখে দেন পোলিশ গোলরক্ষক শেজানি। ২০০২ সালের পর এক বিশ্বকাপে দুই পেনাল্টি সেভ করা একমাত্র গোলরক্ষক হলেন তিনি৷ বিরতির আগে আর কোনো গোল না হলে গোলশূন্য ড্র-তে থেকেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনা পেয়ে যায় কাঙ্ক্ষিত গোল। ৪৬ মিনিটে মলিনার ডান পাশ থেকে বাড়ানো ক্রসে এলেক্সিস ম্যাক এলিস্টারের গোলে ১-০ গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তারা। ৫২ নিনিটে গোলের সুযোগ পেয়েছিল পোল্যান্ড। কিন্তু ফ্রি কিক হেতে গিলিকের হেড চলে যায় গোলবারের সামান্য বাইরে দিয়ে। ৬৮ মিনিটে আবারো এগিয়ে যায় আর্জেন্টিনা। এবার এনজো ফার্নান্দেজের ক্রস থেকে বল পেয়ে আর্জেন্টিনাকে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে দেন ম্যান সিটি তারকা হুলিয়ান আলভারেজ। একাদশে সুযোগ পেয়েই দলের জয়ে অবদান রাখলেন তিনি৷
শেষ দিকে আর্জেন্টিনা আরো গোলের সুযোগ তৈরি করলেও তা দেখা পায়নি জালের। ফলে ২-০ ব্যবধানের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে ওঠে আর্জেন্টিনা। অন্যদিকে হেরেও গ্রুপ রানার্সআপ হয় পোল্যান্ড। দ্বিতীয় রাউন্ডে পোল্যান্ডের প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
ঠিকানা/এনআই