হেসেন ফ্রাঙ্কফুর্ট আ.লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

ফাতেমা রহমান রুমা : হেসেন ফ্রাঙ্কফুর্ট আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ফ্রাঙ্কফুর্টের হাউস গোলোসের অডিটরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ রিপনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক খান শিহাবের সঞ্চালনায় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে আলোচনা পর্ব শুরু হয়।

শুরুতে ৭৫ সালের ১৫ আগস্ট, ২০০৪ সালের ২১ শে আগস্ট ও মুক্তিযোদ্ধে নিহত সকল শহীদদের স্মরণে নিরবতা পালন ও পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়।

সকল শহীদদের পবিত্র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনায় অংশ নেয়া বক্তারা বলেন, এই শোককে শক্তিতে রুপান্তরিত করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সভায় স্বাধীনতাযোদ্ধের অন্যতম মূলস্তম্ভ অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে জননেত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন জার্মান আওয়ামীলীগ নেতা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির সভাপতি জনাব মাহফুজ ফারুক।এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ রিচার্ড, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূইয়া, শফিক মাক্স ট্রাউট, মিন্টু গোমবের্ট, জয়নূল চৌধুরী, মানিক মিয়া, শেখ আলম, মাখন সরকার, রাসেদ ভূইয়া, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইসলাম, ঠান্ডু মাতব্বর ও স্মৃতি চক্রবর্তী। নতুন প্রজন্মের জন্য জার্মান ভাষায় বক্তব্য রাখেন মাঈশা রাহমান।
বঙ্গবন্ধু’র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্ব-রচিত কবিতা পাঠ করেন কবি মুনিব রিজওয়ান ও সৈয়দ আহসান।

ঠিকানা/এসআর