হোয়াইট হাউস ও জাতিসংঘের সামনে বিক্ষোভ : বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদ যুক্তরাষ্ট্র আ’লীগের

নিউইয়র্ক : নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ।

ঠিকানা রিপোর্ট : দেশজুড়ে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে হোয়াইট হাউজ ও জাতিসংঘের সামনে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এসব সমাবেশে রাজনীতির নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী ম্লোগান দেওয়া হয়।
গত ৯ ডিসেম্বর দুপর ২টায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে এবং মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ ও যুবলীগের সহযোগিতায় ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সামনে এক শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মুহাম্মদ আলী মানিক।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মো. আজম, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জি আই রাসেল, জর্জিয়া স্টেট আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী পিন্টু এবং অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে একই দিন দুপুরে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক দুলাল মিয়া এনামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামাদ আজাদ, প্রবাসীকল্যাণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সাখাওয়াত বিশ্বাস, ওহাব জোয়ারদার, যুবলীগ নেতা সেবুল মিয়া প্রমুখ।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ : ‘বিএনপি-জামায়াতের দেশবিরোধী ও সন্ত্রাসী কার্যকলাপ, আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি’র বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় কুইন্সের জ্যাকসন হাইটসের ড্রাইভার সিটি প্লাজায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিক। সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদ, মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি নাহিদ আহমদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এন ইসলাম, এম উদ্দীন আলমগীর, সাইকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক, দপ্তর সম্পাদক মোতাসিম বিল্লাহ দুলাল, উপ-প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, চার্চ ম্যাকডোনাল্ড আওয়ামী লীগের সভাপতি ইসমত খোকন, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার ইমরান জাহান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শাহীন, স্বেচ্ছাসেবক লীগের কামাল হোসেন রাকিব, আশরাফ উদ্দীন, হাসান জিলানী, সৈয়দ কিবরিয়া, হেলাল মিয়া প্রমুখ।
সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে ডাইভারসিটি প্লাজা প্রদক্ষিণ করা হয়।
সমাবেশে বক্তরা বিএনপি-জামাতের দেশবিরোধী কার্যকলাপ, সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি, দেশজুড়ে জঙ্গি হামলা ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির তীব্র নিন্দা জানান। নেতারা দেশবাসীকে সব দেশবিরোধী যড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।