বিশ্বচরাচর ডেস্ক : অ্যাটলান্টিক মহাসাগরে সৃষ্ট হ্যারিকেন লেসিলের আঘাতে পর্তুগালে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যারিকেন লেসিলের তাণ্ডবে দেশটির শত শত গাছপালা ভেঙ্গে গিয়েছে এবং প্রায় ১৫ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার হ্যারিকেন লেসিলে ১৭৬ কিলোমিটার বেগে পর্তুগালের মধ্যভাগ এবং উত্তরাঞ্চলে আঘাত হানে। খবর বিবিসির।
প্রাথমিকভাবে এই হ্যারিকেনের আঘাতে কোন হতাহতের খবর না পাওয়া গেলেও দেশটিতে এ পর্যন্ত অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে এবং দেশটির জনসাধারণদের ঝুঁকি নিয়ে বাইরে চলাচল করার ব্যাপারে সতর্ক করা হয়েছে। পর্তুগালের জনসুরক্ষা অধিদফতরের প্রধান লুইস বেলো কস্তা এই হ্যারিকেনের কারণে পর্তুগালের উপকূল অঞ্চলগুলোর প্লাবিত হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন। পর্তুগালে আঘাত হানার পর হ্যারিকেনটি স্পেনের দিকে এগোচ্ছে।
প্রসঙ্গত, ১৮৪২ সালের পর পর্তুগালে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন লেসিলে । গত ২৩ সেপ্টেম্বর অ্যাটলান্টিক মহাসাগরে উৎপত্তি হওয়া এই হ্যারিকেনটিকে তখন একটি সামান্য গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হিসেবেই বিবেচনা করা হচ্ছিল।