
বিশ্বচরাচর ডেস্ক : মেগান মার্কেল ও প্রিন্স হ্যারির রাজকীয় বিয়ের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। চলতি বছরের শেষ দিকে উইন্ডসর থেকে ব্রিটিশ রাজপরিবার কর্তৃক গৃহহীন মানুষদের উচ্ছেদ অভিযানের প্রস্তাবের ঘটনাকে কেন্দ্র করে মেগান ও হ্যারির রাজকীয় বিয়ের আমন্ত্রণকে প্রত্যাখ্যান করেছেন থেরেসা। এবিসি অনলাইন
দেশটির লোকাল কাউন্সিলের সিনিয়র লিডার সিমন ডুডলে বলেন, ঘনবসতি এবং ভিক্ষাবৃত্তির কারণে উইন্ডসর ক্যাসেলের সুনাম ক্ষুণœ ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা ইতোমধ্যে পুলিশের সহায়তায় তাদেরকে স্থানান্তর করে পুনর্বাসনের প্রস্তাব রেখেছি। মি. ডুডলে পুলিশকে এক লিখিত বার্তায় জানায়, ১৯ মে মেগান হ্যারির আলোচিত এই বিয়ের আগেই গৃহহীন লোকদেরকে উইন্ডসর থেকে স্থানান্তর করা হবে। এ দিকে থেরেসা মে পাল্টা এক বক্তব্যে বলেন, আপনারা যদি রাস্তার পাশে বেপরোয়া এবং বাস্তুহীন লোকদের দেখতে না চান তাহলে প্রথমেই উচিত তাদের মাথার ওপর ছাদের ব্যবস্থা করা। ব্রিটিশ রাজকুমারের বিয়ে উপলক্ষে সাধারণ মানুষদের জোরপূর্বক স্থানচ্যুত করার বিষয়কে আমি সমর্থন করছি না।
রাজপরিবারের অনেক সদস্যই গৃহহীন ও উদ্বাস্তুদের সমর্থন করলেও প্রকাশ্যে কেউই প্রতিবাদ করার মতো সাহস দেখাচ্ছেন না।