অক্টোবরেই মুক্তি পাচ্ছে সরকারি অনুদান ও অভিনেত্রী জয়া আহসানের প্রযোজনা সংস্থা সি তে সিনেমার প্রথম চলচ্চিত্র দেবী। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাসের অনুপ্রেরণায় নির্মিত এ চলচ্চিত্রটি মুক্তির আগে চলচ্চিত্রের চরিত্রসহ নানা অনুষঙ্গ নিয়ে বিশ্বরঙ সম্প্রতি আয়োজন করেছে দেবী মঞ্চ। গত ২৮ সেপ্টেম্বর রাতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দেবী মঞ্চ। দেশব্যাপী প্রায় সাড়ে চার হাজার প্রতিযোগীর মধ্য থেকে প্রাথমিকভাবে ১০০ জন, পরে বিচারকদের রায়ে মনোনীত ২৫ জন নতুন মডেলকে নিয়ে দেবী চলচ্চিত্রের রানু, মিসির আলি ও নিলু যথা জয়া আহসান, চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া র্যাম্পে হাঁটেন। সে সময় তারা গায়ে জড়িয়েছিলেন দেবী চলচ্চিত্রের প্রচারণার জন্য বিশ্বরঙের তৈরি পোশাক। দেবী মডেল হান্টের বিচারক ছিলেন কাজী কামরুল ইসলাম, আসিফ খান, অপি করিম, বিপ্লব সাহা, রুখসানা আলী হীরা ও মিলি। উপস্থাপনায় ছিলেন রুম্মান রশীদ খান ও শান্তা জাহান।
- বিজ্ঞাপন -