ঠিকানা অনলাইন : পূর্বের ধারণাই সত্যি হলো। পারলেন না রিপাবলিকান প্রার্থী কেভিন ম্যাকার্থি। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনে ম্যাকার্থি টানা তৃতীয় দিনেও স্পিকার পদ নিশ্চিত করতে পারলেন না। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার স্পিকার নির্বাচনের জন্য ৫ বার ভোটাভুটি হয়। এর আগে গত মঙ্গলবার ও বুধবার মোটে ছয়বার ভোট হয়। এর কোনোটিতেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেন নি ম্যাকার্থি। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হতে ২১৮টি ভোটের প্রয়োজন।
আগামীকাল দুপুর পর্যন্ত প্রতিনিধি পরিষদ মুলতবি ঘোষণা করা হয়েছে
আজকের সর্বশেষ ভোটে ম্যাকার্থি পেয়েছেন ২০০ ভোট। ম্যাকার্থির বিরুদ্ধে রিপাবলিকান বায়রন ডনাল্ডসকে ভোট দিয়েছেন ১২ জন। অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী জেফরিস ২১২টি ভোট পেয়েছেন।
এই নিয়ে গত মঙ্গলবার থেকে শুরু করে আজ বৃহস্পতিবার পর্যন্ত ১১দফায় ভোট হলো। কিন্তু স্পিকার নির্বাচনের অচলাবস্থার অবসান ঘটলো না। বিবিসি বলছে, আজকের মতো প্রতিনিধি পরিষদ মুলতবি ঘোষণা করা হয়েছে।
ঠিকানা/এসআর