১১২তম জব-সেমিনারে শতাধিক পদে চাকরির তথ্য প্রদান

নিউইয়র্ক : সম্প্রতি ১১২তম জব সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আইটি স্পেশালিস্ট মীর্জার সভাপতিত্বে। সেমিনারটি পরিচালনা করেন বাংলাদেশি-আমেরিকান কম্যুনিটিতে জব সেমিনারের সফল রূপকার খান শওকত। সেমিনারে অতিথি ছিলেন কম্যুনিটি লিডার আসাদুল বারী, জেবিবিএ’র এম লিয়াকত আলী এবং রুবাইয়াৎ তাবাচ্ছুম আলম।
আসাদুল বারী বলেন, এ কথা সত্যি, নিউইয়র্কে আছে অনেক সংগঠন এবং আছেন অনেক নেতা। সবাই নিবেদিত কম্যুনিটি সেবায়। তবে অনেকেই মনে করেন, মানুষের কল্যাণে এরা সবাই মিলে যা করতে পারেননি, খান শওকত তার একক প্রচেষ্টায় অনেক বেশি করেছেন। একজন সমস্যাগ্রস্থ মানুষকে চাকরির ব্যবস্থা করে দেবার মতো মহতী উপকার করা সহজ কাজ নয়। এ কাজটি নিয়মিতভাবে খান শওকত করে চলেছেন গত ১৬টি বছর ধরে। এ পর্যন্ত তার পরামর্শ নিয়ে চাকরি পেয়েছেন প্রায় সাড়ে ৬ হাজার প্রবাসী। মানুষের কল্যাণে তার এই সেবা সর্বত্রই সমাদৃত।
গত ১ জুলাই নিউইয়র্কের বাঙালি অধ্যূষিত এলাকা জ্যাকসন হাইটসে আয়োজিত এ সেমিনারে শতাধিক পদে চাকরির তথ্য, ¯বল্পমূল্যে সরকারি বাসস্থান, স্পোকেন ইংলিশ এবং বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ বিষয়ক তথ্য তুলে ধরা হয়।
সমাজকর্মী খান শওকত উপস্থিত প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বরাবরের মতো প্রতিমাসের ১ম রোববার হিসেবে ১১৩তম জব-সেমিনারটি অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।