১২ মার্চ ঘড়ির কাঁটা ১ ঘণ্টা এগিয়ে নিন

ঠিকানা রিপোর্ট : দিনের আলো কাজে লাগানোর জন্য প্রতি বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনা হচ্ছে। আগামী ১২ মার্চ রোববার থেকে শুরু হচ্ছে ‘ডে লাইট সেভিং’ টাইম। এদিন ঘড়ির কাঁটা এগিয়ে নিতে হবে এক ঘণ্টা। যুক্তরাষ্ট্রের অধিকাংশ স্টেটে অর্থাৎ ৪৫টি রাজ্যে ১১ মার্চ শনিবার দিবাগত রাত ২টায় (১২ মার্চ রোববার) ঘড়ির কাটা এগিয়ে যাবে ৩টার ঘরে। এতে করে দিন দীর্ঘায়িত হবে। সন্ধ্যা হবে দেরিতে। দিনে আমেরিকানদের কর্মপরিধি কিছুটা বাড়ে। যুক্তরাষ্ট্রে ‘ডে লাইট সেভিং’ এর সময়সূচি চালুর ফলে বাংলাদেশে যখন বেলা ১২টা বাজবে নিউইয়র্কে তখন রাত ২টা হবে। অ্যারিজোনা, হাওয়াই, আমেরিকান সামুয়া গুয়াম, পুয়ের্তোরিকো ও ভার্জিন আইল্যান্ডের ঘড়ির কাঁটা একই স্থানে থাকবে। অর্থাৎ এই স্টেটগুলোতে ডে লাইট সেভিংসের কোনো প্রভাব পড়বে না।
যুক্তরাষ্ট্রে প্রতি বছর দুই দফা ঘড়ির কাঁটা এক ঘণ্টা আগানো ও পেছানো হয়। দিনের আলোকে কাজে লাগানোর এই উদ্যোগকে বলা হয় ‘ডে লাইট সেইভিং টাইম’। একে স্প্রিং ফরোয়ার্ড, সামার টাইম হিসেবেও অভিহিত করা হয়। নভেম্বরের প্রথম রোববার রাত ২টার সময় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে ‘স্ট্যান্ডার্ড টাইম’-এ প্রত্যাবর্তন করা হবে। যুক্তরাষ্ট্রে প্রায় ১০০ বছর আগে ১৯১৮ সালে এই ব্যবস্থা চালু করা হয়।
এদিকে ডে-লাইট সেভিংস নিয়ে যুক্তরাষ্ট্রে মতপার্থক্য রয়েছে। গত ১ মার্চ বুধবার ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও সিনেটে সানশাইন প্রোটেকশন অ্যাক্ট পুনরায় উত্থাপন করেন। একই বিল গত বছর মার্চ মাসে সর্বসম্মতিক্রমে সিনেট পাস করেছিল। কিন্তু শেষ অধিবেশনে তা হাউসে আটকে যায়। বিলটিতে প্রতি নভেম্বরে ঘড়ির কাটা এক ঘণ্টা পিছিয়ে আনার রীতি পরিবর্তন করার প্রস্তাব রয়েছে।