১৩৪ দেশে বাংলাদেশের মিশন নেই

ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, জাতিসংঘভুক্ত ১৯৩টি দেশের মধ্যে ৫৮টি দেশে বাংলাদেশের ৭৭টি মিশন আছে। এ ছাড়া ভারতের চেন্নাই ও রোমানিয়ার বুখারেস্টে মিশন চালুর প্রশাসনিক সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ হিসাবে জাতিসংঘভুক্ত এখনো ১৩৪ দেশে বাংলাদেশের কোনো ক‚টনীতিক মিশন নেই।
গত ৭ মার্চ জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী আরও বলেন, যেসব দেশে বাংলাদেশের মিশন নেই, প্রয়োজনের নিরিখে নতুন মিশন খোলার পরিকল্পনা রয়েছে সরকারের। এসব দেশের মধ্যে রয়েছে- চীন, আজারবাইজান, কম্বোডিয়া, লাওস, কাজাখাস্তান, আফ্রিকার উগান্ডা, জিম্বাবুয়ে, তিউনিশিয়া, তাঞ্জানিয়া ও ঘানা, ইউরোপের আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ফ্রাঙ্কফুট, বুলগেরিয়া, হাঙ্গেরি ও ইউক্রেন, ওশেনিয়র মেলবোর্ন ও নিউজিল্যান্ড এবং দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, চিলি ও সাওপাওলো।