ঠিকানা রিপোর্ট : পবিত্র রমজান মাসকে বিশেষ মাস হিসেবে নিউইয়র্কে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এ জন্য নিউইয়র্ক সিটি কাউন্সিলে রেজ্যুলেশন আকারে বিল পাস হবে। বিলটি পাস হওয়ার কথা রয়েছে ১৬ মার্চ। সেখানে সিটি কাউন্সিলর নানতাশা উইলিয়াম বিলটি পাস করাচ্ছেন। এরই মধ্যে এই বিলের সমর্থনে বেশ কয়েকজন সিটি কাউন্সিলর ভোট দেবেন বলে জানা গেছে। বাকিদেরও সমর্থন আদায়ে কাজ করছেন নানাতাশা উইলিয়াম।
নানতাশা উইলিয়ামকে বিলটি পাস করানোর জন্য প্রস্তাব দেন কমিউনিটির অতিপরিচিত মুখ মাজেদা উদ্দিন। তিনি বলেন, সিটি কাউন্সিলে রমজান নিয়ে বিশেষ বিল পাস হবে। নানতাশা উইলিয়াম আমাদের কমিউনিটির সব মানুষকে নিয়ে সিটি হলে উপস্থিত থাকতে আমাকে বলেছেন। আমি ইতিমধ্যে পাস সংগ্রহ করেছি। তিনি বলেন, আমরা বাংলাদেশি মুসলিম কমিউনিটির একটি বড় অংশ সেদিন সিটি কাউন্সিলে যাব। বিলটি পাস হওয়ার পর আমরা তাদের ধন্যবাদ জানাব। এরপর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মাজেদা বলেন, সংবাদ সম্মেলনে আমরা সিটি কাউন্সিলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাব। কারণ এই প্রথম রমজান মাসকে বিশেষ মাস হিসেবে ঘোষণা করা হচ্ছে নিউইয়র্ক সিটিতে। এটি আমাদের জন্য বিশেষ অর্জন। কারণ আমরা নিরাপত্তা চাই। হেইট ক্রাইম বন্ধ হোক, সেটি চাই। মুসলমানরা যাতে নিরাপদে রমজান মাসে ইফতারি, তারাবি, সাহ্রির সময় মসজিদে যেতে-আসতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে। নিরাপদে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার নিশ্চয়তাও দিতে হবে। নিউইয়র্ক পুলিশকে রমজানে মুসলমানদের নিরাপত্তা রক্ষায় আরো জোরালো ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, ১৬ মার্চ আমরা ছাড়াও সেখানে আরো বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির নেতারা উপস্থিত থাকবেন। নানতাশা, জিম জিনারিওসহ যেসব সিটি কাউন্সিলর এই বিলে সমর্থন দিয়েছেন এবং কমিউনিটির যারা এর সঙ্গে সম্পৃক্ত থেকে সহায়তা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
১৬ মার্চ পাস হবে রমজান সংক্রান্ত রেজ্যুলেশন
বিভিন্ন কমিউনিটির মুসলিমরা উপস্থিত থাকবেন সিটি হলে