১৬-১৭ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন করবে বিপা

ঠিকানা রিপোর্ট : বাংলাদেশি ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা) বিজয় উৎসবের ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর দুই দিন তারা বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন করছে। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে এই বিজয় উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের মধ্যে থাকছে নাচ, গান, আবৃত্তিসহ বিভিন্ন উপস্থাপনা। থাকবে আলোচনা পর্ব। ট্রফি বিতরণ ও সার্টিফিকেট প্রদান, যন্ত্রসংগীত সুরকার ও রূপকার, আবৃত্তি বাঁধভাঙা, বাংলার গায়েন শিল্পীদের পরিবেশনায় আমাদের গান, রাগভিত্তিক সংগীত, আনন্দে রুমাক ঝুমা বাজে পরিবেশন করা হবে। থাকছে নৃত্যগীতি আলেখ্য জয় বাংলা ও ছোটদের সংগীত রংতুলির গল্প। পরিবেশিত হবে ব্লক এইড। বিজয় দিবসের ইভেন্টের জন্য নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব কালচারাল অ্যাফেয়ার্স ইন পার্টনারশিপ উইথ দ্য সিটি কাউন্সিল মেম্বার থেকে একটি অংশ সাপোর্ট করা হয়েছে।
বিপার প্রতিষ্ঠাতা সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যানি ফেরদৌস বলেন, আমরা করোনার পর এবার বড় পরিসরে বিজয় দিবসের অনুষ্ঠান করছি। এখন স্কুলে অনুষ্ঠান করার সুযোগ না থাকায় আমরা জ্যামাইকাতেই অনুষ্ঠান করছি। আশা করছি, দর্শকরা আসবেন এবং বিজয়ের উৎসবে যোগ দিয়ে আনন্দ উপভোগ করবেন।
বিপার ৩০ বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে এটি বড় পরিসরের একটি আয়োজন। ১৬ ডিসেম্বর অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাতটায় আর ১৭ ডিসেম্বর শুরু হবে বিকেল পাঁচটায়।