১৭ মার্চ শিশু কিশোর মেলা

নিউয়ির্ক : শিশু-কিশোর মেলা নিয়ে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ। ছবি-ঠিকানা।

ঠিকানা রিপোর্ট: আগামী ১৭ মার্চ জাতীয় শিশু- কিশোর দিবস উপলক্ষে মুক্তধারা আয়োজিত শিশু- কিশোর মেলা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই অনুষ্ঠান জ্যাকসন হাইটসের পিএস- ৬৯ স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। শিশু- কিশোর মেলা উপলক্ষে গত ৮ মার্চ সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সেমন্তী ওয়াহেদ, নিউইয়র্ক বই মেলার আহবায়ক ড. নজরুল ইসলাম, মুক্তধারা ফাউন্ডেশনের বিশ্বজিত সাহা, হাসান ফেরদৌস, বর্ষা, মউলি, মাইশা, দ্যুতি, ময়ুরী, চন্দ্রিমা ও সুস্বনা।

নিউয়ির্কঃ শিশু-কিশোর মেলা নিয়ে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ। ছবি-ঠিকানা।

শিশু- কিশোর মেলায় থাকবে প্রবাসে জন্ম নেয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু- কিশোরদের মধ্যে বয়সভিত্তিক বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। প্রতিযোগিতা শুরু হবে সকাল ১১টা ৩০ মিনিটে। প্রতিযোগিতার মধ্যে রয়েছে বাংলা লিখন ও রচনা, চিত্রাঙ্কন, নৃত্য, অভিনয়, আবৃত্তি, সঙ্গীত ও ফটোগ্রাফি। বাংলা লিখন ও রচনা প্রতিযোগিতার বিষয়বস্তু হচ্ছে- স্বরবর্ণ ও ব্যঞ্জণ বর্ণ, প্রিয় খেলা, জলবায়ু পরিবর্তনে মানুষের ভ‚মিকা। চিত্রাঙ্কনের মধ্যে রয়েছে প্রিয় কার্টুন চরিত্র, মুখোশ অঙ্কন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি। নৃত্যে যে কোন বাংলা গানের সাথে নাচ, রবীন্দ্র সঙ্গীত বা নজরুল গীতির সঙ্গে নাচ ও শাস্ত্রীয় নৃত্য। অভিনয়ে নির্ধারিত সংলাপ মুখস্ত। আবৃত্তিতে ছাড়া, কবিতা, সঙ্গীতে ছোটদের জন্য লেখা রবীন্দ্র বা নজরুল সঙ্গীত, অতুল প্রসাদ, দ্বিজেন লাল রায় বা রজনীকান্ত সেনের লেখা যে কোন গান, রাগাশ্রয়ী বাংলা গান। ফটোগ্রাফিতে ফুল, পছন্দের বাঙালি খাবার ও পোর্ট্রটে। প্রতিযোগিতার বিভাগ ৫ থেকে ৮ বছর, ৯ থেকে ১২ বছর ও ১৩ থেকে ১৬ বছর।

সেমন্তী ওয়াহেদ জানান, গত ২৫ বছর ধরে মুক্তধারার বই মেলার অংশ ছিলো শিশু- কিশার মেলা। কিন্তু প্রায়জনীয়তা অনুভব করে গত তিন বছর ধরে আমরা আলাদাভাবে শিশু- কিশোর মেলার আয়োজন করছি। প্রতিযোগিতায় অতিথি হিসাবে থাকবেন কাউন্সিলওম্যান ক্যাটেলিনা ক্রজ্ব, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, নিউইয়র্কস্থ বাংলাদেশ কন্স্যুলেটের কন্সাল জেনারেল সাদিয়া ফয়েজুননেসা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নিউইয়র্ক ছাড়াও এবারের প্রতিযোগিতায় কানেকটিকাট, নিউজার্সি, ওয়াশিংটন, পেনসিলভেনিয়া এবং বস্টন থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে অর্থ পুরস্কারসহ সার্টিফিকেট বিতরণ করা হবে।

এদিকে ১৭ মার্চ উপলক্ষে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস, নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন ও কন্স্যুলেটে শিশু- কিশোর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এদিকে গত ৯ মার্চ নতুন প্রজন্মের অংশগ্রহণে লিভিং ইন হাইফেন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে।