‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা জানিয়েছিলেন ২০১৮ সালের এপ্রিলে বিয়ে করবেন তিনি। নাবিলার বর জোবাইদুল হক। যার কৈশোরের সময় কেটেছে জেদ্দায়। নাবিলারও জন্ম সৌদি আরবে। বাবার চাকরি সূত্রে তার কৈশোরের আনন্দময় দিনগুলোও কেটেছে জেদ্দা শহরে। সেখানেই নাবিলা এবং জোবাইদুল হকের পরিচয়। এছাড়া একই স্কুলে দুজনে পড়তেন। নাবিলার ভাষ্য, ও আমার জীবনের প্রথম প্রেম। ১৮ বছর আগে যাকে ভালো লেগেছিলো, কল্পনাও করিনি, এতদিন পর তাকেই বিয়ে করবো। পরিবার থেকেই আলোচনা করে বিয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে।
বিয়ের তারিখ ও কেনাকাটা সম্পর্কে জানতে চাইলে নাবিলা বলেন, আসছে ২৬ শে এপ্রিল বিয়ে করছি। এরই মধ্যে বিয়ের কেনাকাটা শেষের দিকে। সাজসজ্জ্বার আশিভাগই দেশ থেকে কেনা হয়েছে। বাকিটা দেশের বাইরে থেকে কিনেছি। আমাদের দুজনের এবং পরিবারের সদস্যদের পছন্দে কেনাকাটা হচ্ছে। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।
এদিকে নাবিলা বর্তমানে ব্যস্ত রয়েছেন উপস্থাপনা নিয়ে। চলচ্চিত্রে অভিষেকের আগে তিনি উপস্থাপিকা হিসেবেই দর্শকের কাছে বেশ পরিচিতি পান। এবার প্রথমবারের মতো তিনি সুন্দরী প্রতিযোগিতা ‘চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপার স্টার’ উপস্থাপনা করছেন। এ নিয়ে নাবিলা বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, সুন্দরীদের মাঝে নিজেকে আবিষ্কার করতে পেরে ভালো লাগছে। ‘দেখিয়ে দাও, অদেখা তোমায়’ এই স্লোগানে এবারের প্রতিযোগিতা হচ্ছে। প্রতি বছরই এই প্রতিযোগিতা থেকে আমরা সুন্দরীদের পেয়ে থাকি। এবারো আমরা সেসব সুন্দরীকে পাবো যাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। অন্যদিকে, সম্প্রতি তিনি ওপার বাংলার সংগীতশিল্পী অনুপম রায়ের গাওয়া ‘বাংলাদেশের মেয়ে’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। এটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। মিউজিক ভিডিওটি দর্শকের মধ্যেও বেশ সাড়া ফেলেছে। তবে এটি তার প্রথম এবং শেষ মিউজিক ভিডিও বলে মন্তব্য করেন এই গ্ল্যামারকন্যা। নাবিলার ভাষ্য, আমার প্রিয় শিল্পীদের একজন অনুপম। তার ‘প্রাক্তন’ সিনেমার গানটি আমার প্রায়শই শোনা হয়। তার সঙ্গে কাজ করার প্রস্তাব পেয়ে না করতে পারিনি।