ঠিকানা ডেস্ক : ১৯ বছর আগে হারিয়ে গিয়েছিল এক তরুণী। তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া যায়নি তাকে। হারিয়ে যাওয়ার আগে বাবাকে জানিয়েছিল, ক্রুজে কাজ করতে চায় সে। স্বপ্নের শহর প্যারিসে বসবাস করতে চাওয়ার ইচ্ছাও জানিয়েছিল। অবশেষে দীর্ঘ ১৯ বছর পর সেই নারীর লাশ পাওয়া গেল তারই বোনের রেফ্রিজারেটরের ভেতর থেকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত ১৭ ফেব্রুয়ারি ক্রোয়েশিয়ায়।
উত্তর ক্রোয়েশিয়ার মালা সাবোটিচা অঞ্চল থেকে উদ্ধার করা হয় লাশটি। পুলিশ জানিয়েছে, ২০০০ সালে জেসমিনা ডমিনিকা নামের ওই ছাত্রী যখন হারিয়ে যান, তখন তার বয়স ছিল মাত্র ১৮ বছর। তার বড় বোনের বয়স তখন ২৩। জেসমিনা সেই সময় জাগ্রেবে পড়াশোনা করছিলেন। কিন্তু দীর্ঘ দিন তার কোনো খোঁজ না পেলেও পুলিশে জানানো হয়নি কিছু। প্রায় পাঁচ বছর পর পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দেয়া হয়।
পুলিশের সন্দেহ, ওই রেফ্রিজারেটরে লুকিয়ে রাখার আগে জেসমিনাকে খুন করা হয়েছিল। তবু পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া অবধি নিশ্চিত হয়ে কিছু বলতে রাজি নয় কর্তৃপক্ষ।
ওই খুনের তদন্তের সূত্রে এক মহিলাকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। সেই মহিলার পরিচয় এখনো গোপন রাখা হলেও স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী তিনি আর কেউ নন, মৃত নারীর বোনই। ইন্টারনেট।