১ যুগ পর কেন্দ্রীয় কমিটিতে যুক্তরাষ্ট্র বিএনপির ৫ নেতা, তারেক রহমানের সঙ্গে ফের বৈঠক ৪ মার্চ

লন্ডনের একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্র বিএনপির শীর্ষস্থানীয় ছয় নেতা। ছবি : ফেসবুক থেকে সংগৃহীত

ঠিকানা অনলাইন : দীর্ঘ এক যুগ পর কেন্দ্রীয় বিএনপি ও যুবদলের কমিটিতে স্থান পেয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির ৫ নেতা। এর মধ্যে তিনজন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং দুজন কেন্দ্রীয় যুবদলের সম্পাদকীয় পদে মনোনীত হয়েছেন।

বাঁ থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে মনোনীত যুক্তরাষ্ট্র বিএনপির নেতা জিল্লুর রহমান, গিয়াস আহমেদ ও মিজানুর রহমান ভুইয়া মিল্টন। ছবি : ফেসবুক থেকে সংগৃহীত

গত ২ মার্চ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি গিয়াস আহমেদ ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মিজানুর রহমান ভুইয়া মিল্টন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত হন। এর আগে গত ২২ ফেব্রুয়ারি বুধবার যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের অনুমোদিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের পদমর্যাদায় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ইলিয়াস খান সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত হন।

কেন্দ্রীয় যুবদলের কমিটিতে মনোনীত হওয়া আবু সাইদ আহমদ ও ইলিয়াস খান। ছবি : ফেসবুক থেকে সংগৃহীত

এই পাঁচ নেতা কেন্দ্রীয় বিএনপি ও যুবদলে স্থান পাওয়ায় যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা ভীষণ উচ্ছ্বসিত। দীর্ঘ বছর পর এবার যুক্তরাষ্ট্র বিএনপির কমিটিও গঠিত হবে বলে তাদের প্রত্যাশা। নেতাকর্মীদের মতে, এই পাঁচ নেতার কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তি যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠনেরই ইঙ্গিত। শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ারে ভাসছেন মনোনীত নেতারা।

আবু সাইদ আহমদ ও ইলিয়াস খানকে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা। ছবি : ফেসবুক থেকে সংগৃহীত

এদিকে যুক্তরাষ্ট্র বিএনপির শীর্ষস্থানীয় ছয় নেতা বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে যাওয়া নেতারা হলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন কমিটির সদস্যসচিব মিল্টন ভুইয়া, বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ বাবর উদ্দীন ও বিএনপি নেতা মোশাররফ হোসেন সবুজ।

ওই ছয় নেতা ১ মার্চ লন্ডনের স্থানীয় একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে তারা যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠনসহ দলীয় নানা বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করেন। তারেক রহমান তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ঢাকার কেন্দ্রীয় নেতাদের মতামত নিয়ে কমিটি গঠনের আশ্বাস দেন বলে জানা গেছে। লন্ডনের ওই বৈঠকের পরই সফররত তিন নেতা কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন। বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, আগামীকাল ৪ মার্চ তারা আবারও তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবেন।

অন্যদিকে ছয় নেতার লন্ডন সফর নিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির একাংশের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে লন্ডনের এই সফর নিয়ে তারা তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করে সভা করেছেন। তারা বলেন, ওই ছয় নেতা যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিনিধি হিসেবে লন্ডনে যাননি, তারা ব্যক্তিগত কাজে গিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের স্থায়ী কমিটি ও নীতিনির্ধারণী নেতাদের কাছে তাদের দাবি, যুক্তরাষ্ট্র বিএনপির ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মাঠপর্যায়ের নেতাকর্মীদের মনোভাব ও মতামত বিবেচনা করা হোক।

এই সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জামাল আহমেদ জনি। সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজমের পরিচালনায় সভায় বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি এমদাদুল হক কামাল, নূর মোহাম্মদ, আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, শাহ আলম প্রমুখ। সভায় টেলিফোনে যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদার ও সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট ছয় নেতার লন্ডন গমনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

ঠিকানা/এনআই