ঠিকানা রিপোর্ট: ২০১৭ সালে আশাতীত সংখ্যক পর্যটক এবং ভ্রমণবিলাসীর পদচারণা ও গুঞ্জনে মুখরিত ছিল নিউইয়র্ক সিটি। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের অব্যবহিত পরপরই ডোনাল্ড ট্রাম্প ভিনদেশী পর্যটক এবং ভ্রমণবিলাসীদের যুক্তরাষ্ট্রে আগমনের উপর অনেকগুলো বিধি-নিষেধ আরোপ করায় সিটির পর্যটন শিল্পে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা ব্যক্ত করছিল সিটি প্রশাসন এবং পর্যটন কর্পোরেশন।
অথচ সকল সংশয় ও আশঙ্কাকে ছাপিয়ে ২০১৬ সালের চেয়ে ২৩ লাখ অধিক সংখ্যক পর্যটককে বরণ করেছিল নিউইয়র্ক সিটি।
সম্প্রতি প্রাপ্ত এক প্রতিবেদন থেকে জানা যায় যে গত বছর ৬ কোটি ২৮ লাখ পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল নিউইয়র্ক সিটি। আর ২০১৬ সালে দেশী-বিদেশী ৬ কোটি ৫ লাখ পর্যটকের আগমন ঘটেছিল সিটিতে। আরও জানা যায় যে ২০১৬ সালে ভিন দেশী ১ কোটি ২৭ লাখ পর্যটক সিটির ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করেছিলেন।
অন্যদিকে ২০১৭ সালে সিটিতে আগত ভিনদেশী পর্যটকের সংখ্যা ছিল ১ কোটি ৩১ লাখ। অবশ্য গত বছরের ফেব্রুয়ারিতে সিটি ট্যুরিজম এজেন্সী এনওয়াইসিট অ্যান্ড কোম্পানী পূর্বাভাস দিয়েছিল যে ২০১৭ সালের আগের বছরের তুলনায় সিটিতে ৩ লাখ ভিনদেশী পর্যটক কম আসবে। আর ট্যাক্স বাবত সিটি এবং স্টেটের ১ কোটি ২০ লাখ ডলার আয় কমে যাবে। কার্যত সেই পূর্বাভাস ব্যর্থ প্রতিপন্ন হয়েছে।