২০২০ সালে প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন ব্লুমবার্গ

ঠিকানা ডেস্ক: ২০২০ সালে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে নানা ধরনের হিসাব-নিকাষ ও মেরুকরণ শুরু হয়ে গেছে। বিভিন্ন মিডিয়াসূত্রে ১৬ সেপ্টেম্বর প্রাপ্ত তথ্যানুযায়ী নিউ ইয়র্ক সিটির ৩ বারের সাবেক মেয়র মহৈশ্বর্যশালী মাইক ব্লুমবার্গ ২০২০ সালের নির্বাচনে ডেমক্র্যাটিক দলীয় টিকেটে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দ্য টাইমস অব লন্ডন জানায়: বিলিয়নারী মাইক ব্লুমবার্গ আমাকে বলেছেন তিনি ২০২০ সালে প্রেসিডেন্ট পদে নির্বাচন করার পরিকল্পনা করছেন। তার অঢেল বিত্ত-বৈভব রয়েছে। অপর প্রার্থীদের সাথে এঁটে উঠতে তিনি সক্ষম কি-না তা যাচাইয়ের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। চলতি বছরের জুনে ৭৬ বছর বয়সী ব্লুমবার্গ ফান্ডরেইজার হিসেবে বলেছিলেন, ২০২০ সালে তিনি ক্ষমতাসীন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে লড়তে চান। ব্লুমবার্গের নিউ ইয়র্ক ক্যাম্পের জনৈক ব্যক্তি বলেন, ব্লুমবার্গ প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার চিন্তাÑভাবনা করছেন। তবে অদ্যাবধি স্থির সিদ্ধান্তে উপনীত হননি। এদিকে ট্রাম্পের সাবেক উপদেষ্টা করী লিয়ানডৌস্কি বলেন, ৩ বারের সাবেক মেয়র ব্লুমবার্গ ট্রাম্পের জন্য ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী হবেন। চলতি বছরের আগস্টে ওয়াশিংটন ডিসিতে লিয়ানডৌস্কি বলেছিলেন, আমি যদি ডেমক্র্যাট নীতি-নির্ধারক হতাম এবং কেউ যদি আমাকে জিজ্ঞেস করত: ২০২০ সালে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে ডেমক্র্যাটিক দলীয় প্রার্থী হিসেবে আপনি কাকে মনোনয়ন করবেন তখন আমার একমাত্র জবাব হত আমি মাইকেল ব্লুমবার্গকেই মনোনীত করতে চাই।