২০২৩ সালের ট্যাক্স ফাইল প্রস্তুতে করণীয়

ঠিকানা রিপোর্ট : ২০২৩ সালে আগের বছরের ট্যাক্স ফাইল প্রস্তুত করার জন্য আগেভাগেই জেনে নিতে পারেন, এতে কী কী পরিবর্তন ২০২৩ সালের ট্যাক্স ফাইল প্রস্তুতে করণীয় আসছে। যারা ট্যাক্স ফাইল করবেন, তাদের অবশ্যই মনে রাখতে হবে, তারা ডব্লিউ-২-তে কোথায় কোথায় কাজ করছেন পাশাপাশি কোথাও ১০৯৯ এর কাজ করেছেন কি না। পেপল, ভেনমোসহ বিভিন্ন প্রতিষ্ঠান ৬০০ ডলারের বেশি হলে ১০৯৯ ইস্যু করবে। এ ছাড়া যারা শেয়ারবাজারে ইনভেস্ট করে লাভবান হয়েছেন, তাদেরও সব নথি হাতের কাছেই রাখতে হবে। ট্যাক্স ফাইল করার আগে জানুয়ারিতেই সব নথিপত্র সংগ্রহ করতে হবে। এ ছাড়া ট্যাক্স ফাইল করার জন্য এনরোল এজেন্ট, সিপিএ কিংবা অভিজ্ঞ যাদের দিয়ে ফাইল করাবেন, তাকে আয়-ব্যয়সহ সবকিছু বলতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ট্যাক্স ফাইল করার সময় কোনো কিছু যাতে বাদ না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো কারণে কোনো আয় বাদ পড়ে গেলে অবশ্যই সংশোধনী রিটার্ন জমা দিতে হবে। এদিকে চাইল্ড ট্যাক্স ক্রেডিট গত বছর দেওয়া হয়েছিল ছয় বছর পর্যন্ত ৩ হাজার ৬০০ ডলার আর এর উপর থেকে ১৭ বছর পর্যন্ত ৩ হাজার ডলার। এবার সেটি কমেছে। চাইল্ড ট্যাক্স ক্রেডিট ২ হাজার ডলার দেওয়া হতে পারে। এবার করমুক্ত আয়ের পরিমাণ বেড়েছে। এ ছাড়া আরো বিভিন্ন পরিবর্তন আসছে। আইআরএস বলছে, প্রত্যেক করদাতার একগুচ্ছ মৌলিক অধিকার আছে এবং আইআরএসের সঙ্গে লেনদেন করার সময় তাদের এগুলোর বিষয়ে অবগত থাকা উচিত। আইআরএসের সঙ্গে কাজকর্মে যুক্ত থাকা করদাতাদেরকে তাদের অধিকার বুঝতে সাহায্য করার জন্য সংস্থাটি প্রকাশনা-১ ‘করদাতা হিসেবে আপনার অধিকার’ বর্ণনা করেছে :
কাদের ফাইল করতে হবে : ইউএসের বেশির ভাগ নাগরিক এবং যুক্তরাষ্ট্রে কর্মরত বেশির ভাগ মানুষকে একটি নির্ধারিত ন্যূনতম পরিমাণের বেশি আয়ের ওপরে কর পরিশোধ করতে হয়। যদি ন্যূনতম পরিমাণের কম আয় করেন, তাহলেও কর ফাইল করতে পারেন।
যে কর্মীরা ফর্ম ড-২ পান : কেউ যদি কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করে বেতন পান, তাহলে নিয়োগকর্তা তাকে একটি ফর্ম ডব্লিউ-২ দেন, যাতে বেতন ও করের বিবৃতি দিতে হবে, যা মোট আয় এবং বেতন থেকে কেটে নেওয়া কর (withholding) দেখায়। যদি ফর্ম ডব্লিউ-২ পান, তাহলে করের রিটার্ন ফাইল করতে পারেন, কারণ নিয়োগকর্তা আপনার হয়ে কর পরিশোধ করেছিলেন এবং আপনার প্রদেয় কর আপনার পরিশোধ করা করের চেয়ে কম হতে পারে।
অস্থায়ী ও স্বল্পমেয়াদি কর্মী (Gig Economy Workers) : অস্থায়ী ও স্বল্পমেয়াদি কর্মীরা বেশির ভাগ ক্ষেত্রেই কোনো অ্যাপ বা ওয়েবসাইটের মতো একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে চাহিদা অনুযায়ী কাজ, পরিষেবা বা পণ্য প্রদান করে আয় করেন। এ ধরনের কাজ থেকে যে আয় করেন, তার ওপর অবশ্যই কর পরিশোধ করতে হবে। গিগ ইকোনমি ট্যাক্স সেন্টার সেই সব তথ্য দেবে, যা কর-সংক্রান্ত আইন মেনে চলার জন্য প্রয়োজন।
স্বনিযুক্ত : একমাত্র মালিক হিসেবে কারবার বা ব্যবসা পরিচালনা করা অথবা স্বাধীন ঠিকাদার, অংশীদারির সদস্য যা একটি কারবার বা ব্যবসা পরিচালনা করে, কোনো আংশিক সময়ের ব্যবসায়ী, কিংবা স্বনিযুক্ত হলে আপনাকে আয়কর দিতে হবে। এ ক্ষেত্রে সাধারণভাবে একটি বার্ষিক করের রিটার্ন ফাইল করা এবং প্রত্যেক ত্রৈমাসিকে আনুমানিক কর শোধ করা প্রয়োজন। সাধারণভাবে স্বনিয়োগ করও অবশ্যই পরিশোধ করতে হবে। এটি একটি সামাজিক সুরক্ষা ও মেডিকেয়ার কর, যা প্রধানত সেই মানুষদের জন্য, যারা নিজের জন্য কাজ করেন। স্বনিয়োগ করের অর্থ প্রদান সামাজিক সুরক্ষা ব্যবস্থার অধীনে আপনার কভারেজে অবদান রাখে। সামাজিক সুরক্ষার কভারেজ আপনাকে অবসর গ্রহণের সুবিধা, প্রতিবন্ধকতা সুবিধা, উত্তরজীবী সুবিধা ও চিকিৎসা বিমা (Medicare) সুবিধা প্রদান করে।
ব্যবসার মালিক : যে করদাতারা ফর্ম ১০৪০ বা ১০৪০ SR, শিডিউল C, E, F বা ফর্ম ২১০৬ ফাইল করেন, তাদের জন্য এবং ১০ মিলিয়নের কম সম্পদ আছে এমন ছোট ব্যবসার জন্য আরআরএসের ছোট ব্যবসা ও স্বনিযুক্ত কর কেন্দ্র কর-সংক্রান্ত তথ্য প্রদান করে থাকে।
যখন আয় করেন তখনই কর পরিশোধ করুন : সারা বছর ধরে উপার্জন করতে থাকা বা আয় পাওয়ার সঙ্গে সঙ্গে বেতন থেকে কেটে নেওয়া কর বা আনুমানিক কর পরিশোধের মাধ্যমে অবশ্যই আপনাকে ফেডারেল আয়কর দিতে হবে। আপনি যদি বেতন থেকে কেটে নেওয়া কর বা আনুমানিক কর পরিশোধের মাধ্যমে পর্যাপ্ত কর পরিশোধ না করেন, তাহলে আপনার কাছ থেকে জরিমানা আদায় করা হতে পারে।
বেতন থেকে কর কেটে নেওয়া : আপনি যদি একজন কর্মী হন, তাহলে আপনার নিয়োগকর্তা সম্ভবত আপনার বেতন থেকে আয়কর কেটে নেন এবং তা আপনার নামে আইআরএসকে পরিশোধ করেন। আপনার নিয়োগকর্তা আপনার নিয়মিত বেতন থেকে যে পরিমাণ কর কেটে নেন, তা এগুলোর ওপর নির্ভর করে :
আয়ের পরিমাণ : আপনি ফর্ম ড-৪ কর্মীর বেতন থেকে কেটে নেওয়া করের সার্টিফিকেটে (Employee’s Withholding Certificate) নিয়োগকর্তাকে যে তথ্য দেন, আপনার বেতন থেকে কেটে নেওয়া কর যাচাই করার জন্য আরআরএসের ট্যাক্স উইদহোল্ডিং এস্টিমেটর ব্যবহার করা যাবে এবং নিশ্চিত হয়ে নিন যে আপনার করের বিলের জন্য পর্যাপ্ত পরিমাণ কেটে নেওয়া হয়েছে।
আনুমানিক কর : আপনি যদি নিজে ব্যবসা করেন, তাহলে সাধারণভাবে আপনাকে আনুমানিক কর পরিশোধ করতে হবে। ফাইল করার সময় যদি ১ হাজার ডলার বা তার বেশি বকেয়া থাকার আশা করেন, তাহলে আপনাকে আনুমানিক করও পরিশোধ করতে হতে পারে। আপনি যদি একটি ব্যবসায় একক মালিক বা অংশীদার হন অথবা আপনি যদি অস্থায়ী ও স্বল্পমেয়াদি কর্মী (gig economy worker) হন, তাহলে এটা হতে পারে। আপনি যদি দেরিতে আনুমানিক কর পরিশোধ করেন, তাহলে আপনার থেকে জরিমানা আদায় করা হতে পারে, এমনকি আপনার করের রিটার্ন ফাইল করার সময় যদি রিফান্ড পাওনা থাকে, তাহলেও।
কখন ফাইল করতে হয় : ব্যক্তি ও পরিবারের জন্য কর ফাইল করা ও অর্থ প্রদানের চূড়ান্ত সময়সীমা হলো সাধারণভাবে ১৫ এপ্রিল। আয়কর ফাইল করার বিষয়ে আরো অনেক তথ্যই একজন করদাতার সাধারণভাবে জানা দরকার।