ঠিকানা অনলাইন : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন।
এক জনাকীর্ণ সভায় ট্রাম্প তার শাসনামলকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্বর্গযুগ বলে উল্লেখ করে বলেন, তার আমলে আমেরিকার অর্থনীতি যেমন শক্তিশালী ছিল তেমন নর্থ কোরিয়া একটি মিসাইলও পরীক্ষা করেনি। পৃথিবীতে এত হানাহানি ছিল না। শক্তিশালী অর্থনীতির কারণে মুদ্রাস্ফীতি বাড়েনি। তিনি আরও বলেন, ন্যান্সি পেলোসিকে অবশ্যই চলে যেতে হবে।
ঠিকানা/এসআর