২০২৫ সালের মে থেকে রিয়েল আইডির ব্যবহার শুরু হচ্ছে

ঠিকানা রিপোর্ট : রিয়েল আইডি কিংবা অ্যানহেন্সড আইডি যারা এখনো করাতে পারেননি, তাদের ২০২৫ সালের মে মাসের আগেই তা করতে হবে। মহামারি করোনার কারণে অনেকেই এটি করাতে পারেননি বিবেচনা করেই এ ধরনের আইডি ব্যবহারের সময় বাড়ানো হয়েছে ২০২৫ সালের মে মাস পর্যন্ত।  আগামী বছর থেকে অভ্যন্তরীণ রুটে বিভিন্ন এয়ারলাইন্সে ভ্রমণ করার জন্য এবং বিমানবন্দরে প্রবেশ করাসহ বিভিন্ন সরকারি স্থাপনায় প্রবেশ করতে রিয়েল আইডি বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছিল ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি।
এর আগে ২০২০ সালের অক্টোবর থেকে এটি বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়া হলেও করোনার কারণে এই পরিকল্পনা সফল করা সম্ভব হয়নি। ফলে সময় বাড়ানো হয়। কয়েকবার সময় পরিবর্তন করে এটি ২০২৩ সালের মে মাস থেকে কার্যকর করার কথা ছিল। বর্তমানে এর মেয়াদ আরো বাড়ানো হয়েছে। ২০২৫ সালের মে মাস থেকে তা কার্যকর করা হবে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ গত সোমবার ঘোষণা করেছে, ২০২৩ সালের মে মাসে শুরু হওয়া এই প্রোগ্রাম এখন ২০২৫ সালের ৭ মে পর্যন্ত কার্যকর হবে না। তৃতীয়বারের মতো সময়সীমা বাড়ানো হলো।
কোভিড-১৯ মহামারির কারণে রিয়েল আইডির সময়সীমা প্রথমে ১ অক্টোবর ২০২০ থেকে ১ অক্টোবর ২০২১ পর্যন্ত এক বছর বাড়ানো হয়েছিল। তারপর এটি ১ অক্টোবর ২০২১ থেকে ৩ মে ২০২৩ পর্যন্ত আরও ১৯ মাস বাড়ানো হয়। নতুন শনাক্তকরণ বিধিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে ১৮ বছরের বেশি বয়সী বিমানের যেকোনো যাত্রীর রিয়েল আইডি ইস্যু করা অথবা ড্রাইভিং লাইসেন্স বা অন্য ফেডারেল অনুমোদিত পরিচয়পত্র থাকতে হবে।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাস একটি বিবৃতিতে বলেছেন, রিয়েল আইডির প্রয়োজনীয়তা পূরণের জন্য ডিএইচএস মার্কিন রাজ্য, কলাম্বিয়া জেলা এবং মার্কিন অঞ্চলগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে। এই বর্ধিত সময় রাজ্যগুলোর বাসিন্দাদের রিয়েল আইডি কমপ্লিমেন্ট লাইসেন্স বা শনাক্তকরণ কার্ড পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। তিনি বলেন, আমেরিকান জনসাধারণ যাতে নিরাপদে যাতায়াত করতে পারেন, আমরা তা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।