ঠিকানা রিপোর্ট : ফিফা বিশ্বকাপ ২০২২ ঝড় শেষ হয়েছে। আয়োজক দেশ কাতার আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে বিশ্বকাপকে। বিজয়ের আনন্দ আর কাপ নিয়ে সদলবলে দেশে ফিরে গেছেন আর্জেন্টিনার প্রাণ লিওনেল মেসি। তাকেসহ জাতীয় দলকে রাজসিক স্বাগত জানিয়েছে দেশটি। অন্যদিকে ৩২ বছর পর বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে উত্তর আমেরিকা। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে বসবে বিশ্বকাপের আসর।
সর্বশেষ বিশ্বকাপো ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্র এই আসরের প্রথম পর্বে অপরাজিত থেকে নক-আউট পর্বে যেতে পেরেছিল।
এদিকে ২০২৬ বিশ্বকাপের তিন আয়োজক দেশের প্রতিনিধিদের কাছে কূটনৈতিক দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেগা ইভেন্টকে বিদায় জানিয়েছে স্বাগতিক কাতার। ১৮ ডিসেম্বর রোববার ফ্রান্স বনাম আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচ শুরুর আগে এই হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন পরবর্তী আয়োজক দেশগুলোর প্রতিনিধিরা।
এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া জাতিসঙ্ঘের মার্কিন দূত লিন্ডা থমাস গ্রীনফিল্ড বলেন, আমরা এখনই খুব বেশী রোমঞ্চিত হতে পারছি না। তিনি সাংবাদিকদের বলেন, দ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আমরা কঠোর পরিশ্রম করেছি। এখন সারা বিশ্ব থেকে ভক্তদের স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছি।
আর মাত্র সাড়ে তিন বছর পর উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হবে পরবর্তী বিশ্বকাপ। ৪৮টি দেশের অংশগ্রহণে ক্রীড়াঙ্গনের এই সর্ববৃহৎ টুর্নামেন্টের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
যুক্তরাষ্ট্র্রের ১১টি, মেক্সিকোর তিনটি এবং কানাডার দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ম্যাচ। ভেন্যুগুলো হচ্ছে নিউইয়র্ক/নিউজার্সির মেটলাইফ স্টেডিয়াম, ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোর লেভিস স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়াম, ফ্লোরিডার মিয়ামির হার্ডরক স্টেডিয়াম, ম্যাসাচুসেটস-এর বোস্টনের জিলেট স্টেডিয়াম, পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল স্টেডিয়াম, জর্জিয়ার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, ওয়াশিংটনের সিয়াটলে লুমেন ফিল্ড স্টেডিয়াম, টেক্সাসের ডালাসে এটিঅ্যান্ডটি স্টেডিয়াম, হিউস্টনের এনআরজি স্টেডিয়াম, ক্যানসাসের অ্যারোহেড স্টেডিয়াম, মেক্সেকোর রাজধানী মেক্সিকো সিটির এজটেকা স্টেডিয়াম, মন্টাকির বিবিভিএ স্টেডিয়াম, গুয়াদালাজারার আকরোন স্টেডিয়াম, কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্যালেস এবং টরন্টোর বিএমও স্টেডিয়াম।
সর্বাধিক ৪৮টি দেশ নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ টুর্নামেন্ট। আগামী জুনে স্বাগতিক শহরগুলোর নাম ঘোষণা করবে ফিফা।