২০ এপ্রিল লস এঞ্জেলেসে উত্তর আমেরিকা কবিতা সম্মেলন

লস এঞ্জেলেস থেকে তপন দেবনাথ : ‘কবিতা হোক মুক্তির সোপান’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে আগামি ২০ এপ্রিল (শনিবার) লিটল বাংলাদেশ, লস এঞ্জেলেসে হতে যাচ্ছে কবিতা সম্মেলন ২০১৯। রাইটার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যালিফোর্নিয়া আয়োজিত সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ থেকে কবি মুহম্মদ নূরুল হুদা, নিউ ইয়র্ক থেকে তিন বাংলার গ্লোবাল সভাপতি সালেম সুলেরি, লস এঞ্জেলেস থেকে উত্তর আমেরিকা কবিতা পরিষদের সভাপতি মুক্তাদির চৌধুরী তরুণ ও লস এঞ্জেলেস কন্স্যুলেট প্রিয়তোষ সাহা। আবৃত্তি শিল্পী হিসাবে ফ্লোরিডা থেকে আতিকুর রহমান আতিক, কলকাতা থেকে প্রখ্যাত বাচ্চিক শিল্পী চন্দ্রিমা রায়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ভারতের উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী পন্ডিত গিরিশ চট্রোপাধ্যায় ও লস এঞ্জেলেসের জনপ্রিয় শিল্পী সোনিয়া খুকু।

সেমিনার: সমকালিন কবিতায় বাংলাদেশ, নির্ধারিত কবির কবিতা পাঠ, আবৃত্তি পর্ব, প্রয়াত কবি আল মাহমুদ ও অবিতর্কিত কবিতা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকাল ৪টা খেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠান হলিউডের চার্চ অব সাইন্টোলজির লেবানন হলে অনুষ্ঠিত হবে বলে সম্মেলন কমিটির কনভেনর ও রাইটার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যালিফোর্নিয়ার সভাপতি কাজী মশহুরুর হুদা জানান।

উত্তর আমিরিকা কবিতা সম্মেলন কমিটির সদস্য সচিব কবি ও গীতিকার সাজেদ চৌধুরী ম্যাকলিন, যুগ্ম সচিব সাংবাদিক লস্কর আল মামুন ও কোষাদক্ষ কথা সাহিত্যিক ও সাংবাদিক তপন দেবনাথ। অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত। কোনো প্রকার প্রবশে ফি নেই। অনুষ্ঠানে যোগদান করার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।