২০ বছর জেল হতে পারে রাশিদুনের

বাঙালি কমিউনিটিকে টার্গেট করে রিয়েল এস্টেট জালিয়াতি

ঠিকানা রিপোর্ট : রিয়েল এস্টেট প্রকল্পে জালিয়াতির জন্য আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন কুইন্সের অ্যাস্টোরিয়ার বাসিন্দা রাশিদুন বোখারি (৫৭)। তার ২০ বছর পর্যন্ত জেল হতে পারে। তিনি কুইন্সে বাঙালি কমিউনিটির লোকজনকে টার্গেট করে জালিয়াতি করতেন বলে বিস্তর অভিযোগ রয়েছে। ব্রুকলিনের ফেডারেল আদালত গত ২৮ মার্চ মঙ্গলবার রাশিদুন বোখারিকে কথিত রিয়েল এস্টেট বিনিয়োগ প্রকল্পে জালিয়াতির জন্য দোষী সাব্যস্ত করেছেন। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ পামেলা কে. চেনের আদালত এই রায় দেন। বোখারিকে ২০২২ সালের অক্টোবরে গ্রেপ্তার করা হয়েছিল। দণ্ডিত হলে তাকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে।
নিউইয়র্কের ইস্টার্ন ডিস্টিক্টের মার্কিন অ্যাটর্নি ব্রেওন পিস মামলায় দোষী সাব্যস্ত করার রায় ঘোষণা করেন।
আদালতের নথিতে উল্লেখ করা আছে, ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের এপ্রিলের মধ্যে বোখারি কুইন্সের লং আইল্যান্ড সিটি ও অ্যাস্টোরিয়ায় চারটি পৃথক রিয়েল এস্টেট সম্পত্তিতে প্রায় ৯ লাখ ৩৫ হাজার ডলার বিনিয়োগ করতে এক ব্যক্তিকে (ভিকটিম) প্ররোচিত করেছিলেন।
বোখারি মিথ্যা ও প্রতারণামূলকভাবে দাবি করেছিলেন, তার সঙ্গে রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগ করলে ওই ব্যক্তিকে (ভিকটিম) তিনি সম্পত্তিতে ৫০ শতাংশ মালিকানা দেবেন। কিন্তু বোখারি রিয়েল এস্টেট লেনদেনের জাল নথি তৈরি করে ওই বিনিয়োগকারীকে সরবরাহ করেন। তার কাছ থেকে প্রায় ১ মিলিয়ন ডলার পাওয়ার পরে আসামি বোখারি বিদেশে তহবিল স্থানান্তর, মর্গেজ ও জীবন বীমার কিস্তি পরিশোধ এবং এটিএম থেকে নগদ উত্তোলনসহ তার নিজের ব্যক্তিগত কাজে ওই অর্থ অপব্যবহার করেন। মামলার কারণে বোখারি ভিকটিমকে ৯ লাখ ৩৫ হাজার ডলার সমপরিমাণে ক্ষতিপূরণ দিতে সম্মত হন।
সরকারের তদন্তে আরও প্রকাশ পেয়েছে, ২০২০ সালের ২০ ডিসেম্বর থেকে ২০২২ সালের মের মধ্যে বোখারি কুইন্সে আরও দুইজনকে প্রতারণার ফাঁদে ফেলার জন্য আরেকটি পৃথক পরিকল্পনায় জড়িত ছিলেন। বোখারি এই দুই ভুক্তভোগীকেও ১ লাখ ৯১ হাজার ১০০ ডলার সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছেন।
বোখারির প্রতারণার শিকার সবাই বাঙালি বংশোদ্ভূত। তিনি তার পরিকল্পনার জন্য বাঙালি কমিউিনিটিকে টার্গেট করে তাদের জাতিগত পটভূমিকে কাজে লাগিয়েছেন।
যদি কেউ বিশ্বাস করেন যে তিনি বা তারা বোখারির প্রতারণার শিকার হয়েছেন তাকে বা তাদের https://www.justice.gov/usao-edny/report-crime লিঙ্কের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
সরকারের মামলাটি অফিসেস বিজনেস অ্যান্ড সিকিউরিটিজ ফ্রড সেকশন দ্বারা পরিচালিত হচ্ছে। সহকারী মার্কিন অ্যাটর্নি লরেন বোম্যান প্রসিকিউশনের দায়িত্বে রয়েছেন এবং তদন্তে নেতৃত্ব দেন নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের স্পেশাল এজেন্ট মার্টিন সুলিভান।