ঠিকানা রিপোর্ট : উবার ও লিফট ড্রাইভাররা আগামী ২৬ ফেব্রুয়ারি রোববার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত লাগোর্ডিয়া বিমানবন্দরে ধর্মঘটের ডাক দিয়েছেন। বিমানবন্দরের চারটি স্থানে পিকেট লাইন করা হবে। এর মধ্যে রয়েছে ২৩ অ্যাভিনিউর ৯১ স্ট্রিট, মেরিন টার্মিনাল পিকেট লাইন, টার্মিনাল বি (৯৪ স্ট্রিট) ও ডিটমার্স বুলেভার্ড (৯৪ স্ট্রিট)। ওই দিন উবার ও লিফট লাগোর্ডিয়া বিমানবন্দরে কেবল যাত্রী নামাবে, ওঠাবে না। এই ধর্মঘটে সবাইকে অংশ নেওয়ার জন্য নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্র্স অ্যালায়েন্সের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ-সংক্রান্ত ফ্লায়ার তারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে পাঠাচ্ছে। নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্র্স অ্যালায়েন্সের লেবার অর্গানাইজার
মোহাম্মদ টিপু সুলতান বলেন, নিউইয়র্ক সিটির ড্রাইভার ইন্ডাস্ট্রিতে বাংলাদেশি বিপুলসংখ্যক ড্রাইভার সম্পৃক্ত আছেন। আমরা অনুরোধ করছি, উবার ও লিফট চালক এবং তাদের পরিবারের সদস্যসহ ধর্মঘটে যোগ দেওয়ার জন্য। এ ছাড়া এই ধর্মঘট সফল করার জন্য উবার, লিফট গাড়ি চালনার সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশি নারী-পুরুষ, কমিউনিটি লিডার, কমিউনিটি অ্যাক্টিভিস্টসহ সর্বস্তরের মানুষকে অনুরোধ করা হচ্ছে।
টিপু সুলতান আরো বলেন, এর আগে নিউইয়র্ক ট্যাক্সি লিমুজিন কমিশন থেকে ড্রাইভারদের পেমেন্ট বাড়ানোর উদ্যোগ নিয়েছিল এবং সেটি ঘোষণা করেছিল। উবার মামলা করেছিল। মামলায় তারা জয়ী হয়। ফলে ড্রাইভারদের পেমেন্ট বাড়ানোর বিষয়টি বন্ধ হয়ে যায়। তবে ড্রাইভারদের পেমেন্ট যাতে বাড়ানো হয়, সে লক্ষ্যে এখন পর্যন্ত আন্দোলন চলছে। এ জন্য নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই নতুন করে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। টিপু সুলতান বলেন, এই ধর্মঘট পালন করার জন্য আমরা ইতিমধ্যে লাগোর্ডিয়া এয়ারপোর্টের সিকিউরিটি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি। গত ৮ নভেম্বর এ বিষয়ে হাইপ্রোফাইল বৈঠক হয়েছে। বৈঠকে জানানো হয়েছে, ২৬ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত উবার ও লিফটের গাড়িচালকেরা কেবল লাগোর্ডিয়া এয়ারপোর্টে যাত্রী নামাবেন। ওখান থেকে কোনো যাত্রী তারা ওঠাবেন না। বিমানবন্দর থেকে কোনো যাত্রী উবার কিংবা লিফটে চড়ে অন্য কোথাও যেতে পারবেন না। যাত্রী নামিয়ে দিয়ে উবার ও লিফটের চালকেরা মিটার বন্ধ করে দেবেন। তারা মিটার ওপেন করতে পারবেন লাগোর্ডিয়া এয়ারপোর্ট এলাকার বাইরে গিয়ে। সেখান থেকে তারা যাত্রী নিতে পারবেন। আমাদের প্রতিবাদটা কেবল লাগোর্ডিয়া এয়ারপোর্টে।
সূত্র জানায়, টিএলসি আবারও ড্রাইভারদের পেমেন্ট বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এবার যাতে এটি কার্যকর করা যায়, সে জন্য সব ধরনের উদ্যোগই নিচ্ছে তারা। সিটিতে প্রায় ৮০ হাজার ড্রাইভার রয়েছেন। টিএলসির ৬০ হাজার গাড়ি আছে স্ট্যান্ডবাই। সব মিলিয়ে উবার যে পরিমাণ পেমেন্ট যাত্রীদের কাছ থেকে নিচ্ছে, সেই তুলনায় ভালো পেমেন্ট পাচ্ছেন না ড্রাইভাররা। আপাতত মোট পাঁচটি দাবি আছে। উইন ব্যাক দ্য রেইজ স্টোলেন ফ্রম উবার অ্যান্ড লিফট ড্রাইভার্স, এন্ড আনফেয়ার ডিঅ্যাক্টিবেশনস, পে আস হুইচএভার ইজ হায়ার ৮৫ পারসেন্ট অফ ফেয়ার অর ১০০ টিএলসি রেটস-অন ইচ ট্রিপস, ডাবল দ্য রেটস অন আউট অফ টাইন ট্রিপস, প্রিমিয়াম রেটস ফর প্রিমিয়াম জবস নাউ। প্রতি বুধবার ড্রাইভারদের সঙ্গে জুম মিটিং করছে এনওয়াইটিডব্লিউএ।
সব মিলিয়ে তারা এই আন্দোলন সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। এ নিয়ে তারা ২৬ ফেব্রুয়ারির আগেই একটি সংবাদ সম্মেলন করবেন। সেখানে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।