২৮ বছর পর ডেমোক্র্যাটিক পার্টি ইতিহাস গড়ল জর্জিয়ায়

আটলান্টা থেকে এস আলম : এবারের মূলধারার সাধারণ নির্বাচন বিভিন্ন কারণে ঐতিহাসিক। প্রেসিডেন্ট ট্রাম্পের বর্ণবাদবিরোধী আচরণ, কোভিড-১৯ মোকাবিলায় ব্যর্থতা, অভিবাসনপ্রার্থীদের প্রতি অমানবিক আচরণ, কারণে অকারণে মিথ্যাচার ইত্যাদি দ্বিতীয়বারের মত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে ব্যর্থ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকা বরাবরই গণতান্ত্রিক পন্থায় নির্বাচন পরিচালিত হচ্ছে। নির্বাচনবিধি অনুযায়ী ভোট গণনা হচ্ছে এবং সঠিকভাবে বিজয়ী প্রার্থী ঘোষিত হয়ে আসছে যথানিয়মে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গায়ের জোর এবং বিভিন্ন মনগড়া কারণ দেখিয়ে এবং এবারের নির্বাচনে বিভিন্ন অনিয়ম দেখিয়ে জো বাইডেনের জয়লাভকে অস্বীকার করে চলেছেন এবং বলছেন বাইডেন অনেক অনিয়ম এবং ভোট কারচুপির মধ্য দিয়ে জয়লাভ করেছেন। ট্রাম্পের এ ধরণের আচরণ আমেরিকান জনগণ এবং সেটা কিছু অবাক দৃষ্টিতে লক্ষ করছেন। এদিকে ১৯৯২ সালের পর এবারই প্রথম ডেমোক্র্যাটিক দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে জর্জিয়া স্টেটের ১৬টি ইলেক্ট্রোরাল ভোট অর্জন করেন।

উল্লেখ্য, জর্জিয়া ছাড়াও বাইডেনই ইলেক্ট্রোরাল ভোট পেয়েছেন ২৯০টি এবং জর্জিয়ার ১৬টিসহ ৩০৬টি আর ডোনাল্ড ট্রাম্প ইলেক্ট্রোরাল ভোট পেয়েছেন ২৩২টি। এদিকে ইউএস সিনেটে জর্জিয়ার দুটি সিনেট সিটে রান-অফ ইলেকশন হবে আগামী ৫ জানুয়ারি। এ দুটি রান-অফ ইলেকশনে ডেমোক্র্যাট জয়ী হলে সিনেটে সমতা আসছে এবং ভাইস প্রেসিডেন্টের টাইব্রেকার ভোটে ডেমোক্র্যাট পার্টি সিনেটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে এবং ব্যালেন্স অব পাওয়ারের ক্ষেত্রে ডেমোক্র্যাট দলের কর্তৃত্ব বজায় থাকবে। প্রেসিডেন্ট নির্বাচনের জর্জিয়ায় বাংলাদেশিরা ব্যক্তিগতভাবে ফোনে, ফেসবুকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্টসহ অন্যান্য ডেমোক্র্যাটিক প্রার্থীদের প্রতি আন্তরিক সমর্থন জানিয়েছেন। এবারের নির্বাচনে তাকে অধিক সংখ্যায় ডেমোক্র্যাটিক প্রার্থীদের সমর্থন এবং ভোট প্রদান করেছেন বাংলাদেশি ভোটাররা। দৃশ্যত অনেক বাংলাদেশি ভোটার খোলামাঠে সমাবেশ করে ডেমোক্র্যাট প্রার্থীদের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন। মূলধারার নির্বাচনে জর্জিয়ায় বাংলাদেশিদের মধ্যে এ ধরণের সম্পৃক্ততা ইতিপূর্বে লক্ষ্য করা যায়নি। এ ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে সিনেটে দুই রান-অফ প্রার্থী জন অসফ এবং র‌্যাফেল ওয়ার্নককে আগামী ৫ জানুয়ারির রান-অফ ইলেকশনে জর্জিয়ায় বসবাসরত সব বাংলাদেশি ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করে জয়যুক্ত করবেন- এ প্রত্যাশাই করছেন সবাই।