ঠিকানা রিপোর্ট : আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। অগ্রিম ভোট গ্রহণ করা হবে ২৯ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত। বোর্ড অব ইলেকশন সিটি অব নিউইয়র্কের ঘোষিত সময় অনুযায়ী, ২৯ ও ৩০ অক্টোবর এবং ৫ ও ৬ নভেম্বর সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা, ৩১ অক্টোবর সকাল সাতটা থেকে বিকেল ৩টা, ১ নভেম্বর সকাল ১০টা থেকে রাত আটটা, ২ নভেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা, ৩ নভেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা, ৪ নভেম্বর সকাল সাতটা থেকে বিকেল ৩টা এবং ৮ নভেম্বর সাধারণ নির্বাচনে ভোট হবে সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত।
ভোটারদের ভোটকেন্দ্র খুঁজে নিতে এবং এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ফান্ডমাইপোলসাইট.ভোট.এনওয়াইসি সাইটে গিয়ে জানা যাবে।
বোর্ড অব ইলেকশনের পক্ষ থেকে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভোটারদের ভোট দিতে উৎসাহিত করার চেষ্টা করছে তারা।