নিউইয়র্ক : আগামী ৩০ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালন এবং ইফতার মাহফিল আয়োজনের লক্ষে গত ১৩ মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের মেজবান রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক্’র সভাপতি মৌ. মো. ওমর ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনের সঞ্চলনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সবার সিদ্ধান্তে একটি শক্তিশালী উদ্যাপন কমিটি গঠন করা হয়। এছাড়াও এ অনুষ্ঠানে প্রধান ত্রবং বিশেষ অতিথি হিসেবে কারা থাকবেন সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। অনুষ্ঠানটি আগামী ৩০ মে, বুধবার, ব্রুকলিনের গ্রিন হাউজ রেস্টুরেন্ট চার্চ ম্যাকডোনালে বিকেল সাড়ে ৪টায় শুরু হয়ে ইফতার ও মাগরিব নামাজের মধ্য দিয়ে শেষ হবে। অনুষ্ঠানে ফোরামের সর্বস্তরের নেতৃবৃন্দসহ যুক্তরাষ্ট্র বিএনপি ও সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রস্তুতি সভায় ফোরামের অনান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা এটিএম হেলালুর রহমান হেলাল, সাবেক সভাপতি ড. নুরুল আমিন পলাশ, সাবেক সাধারণ সম্পাদক ছাইদুর খান ডিউক, সাবেক সভাপতি নাছিম আহমেদ, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শেখ হায়দার আলী, উপদেষ্টা জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, সহ-সভাপতি বদিউল আলম, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মোতাহার হোসেন, জয়েন্ট সেক্রেটারি শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক মাহবুবুল আলম আলম আলমগীর, সাংস্কৃতিক সম্পাদিকা এলিজা আক্তার মুক্তা ও ছাত্র বিষয়ক সম্পাদক সালজার খান হৃদ। -প্রেস বিজ্ঞপ্তি।