
ঠিকানা রিপোর্ট : উত্তরবঙ্গের ১০ জেলার প্রবাসীদের নিয়ে গঠিত নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাচন ৩১ আগস্টের মধ্যে সম্পন্ন করার জন্য সিদ্ধান্ত দিয়েছেন সাধারণ সদস্যরা। গত ১৪ মে জামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টে সংগঠনের সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় ১৪ জুনের মধ্যে সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করার পক্ষেও সিদ্ধান্ত দেন তারা।
সংগঠনের সভাপতি ডা.আব্দুল লতিফের সভাপতিত্বে সভার শুরুতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিদায়ী বক্তব্য দেন। তিনি বলেন, এ সভায় একজন পূর্ণাঙ্গ সাধারণ সম্পাদক নিয়োগ করা হোক। তিনি নবাগত সাধারণ সম্পাদককে আগাম শুভেচ্ছা জানান। তার বক্তব্যে সাধারণ সভাতেই নতুন কমিটি গঠনের ইঙ্গিত ছিল। তবে সভার মতামতের ভিত্তিতে গঠনতন্ত্র অনুসারে নির্বাচনের সিদ্ধান্ত হয়।
সভায় প্রধান নির্বাচন কমিশনার ডা. মাসুদুল হাসান দস্যদের কাছে জানতে চান গঠনতন্ত্র অনুসারে নির্বাচন হবে কিনা? নাকি আজই কমিটি গঠন হবে? উপস্থিত সদস্যরা হাত তুলে গঠনতন্ত্র অনুসারে সময় নিয়ে নির্বাচন করার পক্ষে মতামত দেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, নাসির আলী খান পল, ইঞ্জিনিয়ার মিজানুল হাসান, ডা.রুহুল কুদ্দুস, অ্যাডভোকেট আব্দুর রশীদ, আবু তাহের, মোজাফ্ফর হোসেন, আব্দুস সালাম, মজিব উদ্দীন ঝন্টু, দবিরুল ইসলাম, আদান ইসলাম, আব্দুল মজিদ আকন্দ, কাওসার আলী, জাহাঙ্গীর আলম, আজিজুল হক মুন্না, শাহাবুদ্দিন বাচ্চু, জহিরুল ইসলাম টুকু, ডা.নার্গিস রহমান ও শাহনাজ বেগম।
সাধারণ সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহর খান। গীতা পাঠ করেন বিধান চন্দ্র পাল।