৩৪ টি লেজিসলেটিভ পদ খোয়ালো জিওপি

বিজয়ী স্টেট সিনেটর ছাচটনার

ঠিকানা ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অরাজনৈতিক ব্যক্তিত্ব ট্রাম্প দায়িত্বগ্রহণের পর থেকে সমগ্র আমেরিকায় ইউএস সিনেটর, গভর্নর, ইউএস কংগ্রেস ও স্টেট সিনেটরসহ সর্বমোট ৩৪ টি লেজিসলেটিভ আসন রিপাবলিকান দলীয়দের হাতছাড়া এবং ডেমক্র্যাটদের নিয়ন্ত্রণে চলে গেছে। ফলে ডেমক্রাটিক শিবিরে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হলেও রিপাবলিকানদের মনে গুমোট ভাব জন্মিয়েছে।
সর্বশেষ তথ্যানুযায়ী ব্যাপক রিপাবলিকান অধ্যুষিত উইসকনসিনেও রিপাবলিকানের সুরক্ষিত হর্মে চিড় ধরতে শুরু করেছে। উইসকনসিন স্টেট সিনেট ডিস্ট্রিক্টের ফল বা শরৎকালীন নির্বাচনে রিপাবলিকান স্টেট রিপ্রেজেনটেটিভ এডাম জারচোকে কুপোকাত করে ডেমক্র্যাটিক দলীয় প্রার্থী প্যাটী ছাচটনারের বিজয়ের মধ্য দিয়ে ডেমক্র্যাটদের মনে নতুন আশার সঞ্চার হয়েছে।
ন্যাশনাল ডেমক্র্যাটিক লেজিসলেটিভ ক্যাম্পেইন কমিটির রেকর্ড থেকে ২০ জানুয়ারি জানা যায় যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে সমগ্র আমেরিকায় ছাচটনারসহ সর্বমোট ৩৪টি লেজিসলেটিভ আসন ডেমক্র্যাটরা রিপাবলিকানদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। ছাচটনারের বিজয়ের পর উইসকনসিনের রিপাবলিকান গভর্নর স্কট ওয়াকার এক টুইট বার্তায় রিপাবলিকানদের জেগে উঠার উদাত্ত আহ্বান জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে ওয়াকার বলেন, জাতীয় পর্যায়ে রিপাবলিকান রাজনীতির প্রতি অসন্তোষই স্টেট রিপ্রেজেনটেটিভ এডাম জারচোকে পরাজয়ে প্রভাব ফেলেছে। ওয়াকার বলেন, ওয়াশিংটন এবং উইসকনসিন দুটি আলাদা স্থান। আমি মনে করি জনগণ ওয়াশিংটনের প্রতি তাকিয়েছে। ওয়াশিংটনের কাছ থেকে জনগণ যা পাওয়ার প্রত্যাশা করেছিলেন তা না পাওয়ায় রীতিমত অসন্তুষ্ট হয়ে উঠেছেন।
২ সপ্তাহ আগে নর্থ ড্যাকোটা এবং মিনেসোটায় প্রভাবশালী রিপাবরিকানরা সিনেট প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন এবং তাদের ২টি স্টেটে জয়ের উজ্জ্বল সম্ভাবনাও ছিল। যাহোক, উইসকনসিনে ছাচটনারের বিজয় বিশেষ তাৎপর্যমন্ডিত। কারণ ১৯৭১ সাল থেকে উইসকনসিন স্টেট সিনেটে এবং ১৯৫৭ সাল থেকে স্টেট অ্যাসেম্বলীতে ডেমক্র্যাটদের সংখ্যা একেবারেই নগণ্য। ছাচটনার নির্বাচিত হওয়ার পরও স্টেট সিনেটে জিওপি ১৮-১৪ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখছে।
উল্লেখ্য, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প উইসকনসিনে হিলারীর চেয়ে ১৭% বেশি ভোট পেয়েছিলেন। আর প্রতিদ্বন্দ্বীর চেয়ে ছাচটনার পেয়েছেন ১১% বেশি ভোট। বিজয়ের পর ছাচটনার তার সমর্থক এবং ডেমক্র্যাটিক দলীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।