ঠিকানা অনলাইন : তিন বছর আগে রাজধানীর শাহবাগ থানায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ৫ জ্যেষ্ঠ নেতা।
আজ ৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেনের আদালতে হাজির হন মির্জা ফখরুল। এ তথ্য নিশ্চিত করেছেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
সকাল আটটার পর মির্জা ফখরুলসহ নেতারা আদালত চত্বরে আসেন। পরে তিনি আদালতে হাজির হন। সকাল সাড়ে ১০টার দিকে আদালতে হাজিরা দিয়ে চলে যান তিনি।
আদালতে হাজিরা দেওয়া অন্য নেতারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
আইনজীবীরা জানান, নাশকতার অভিযোগে ২০১৯ সালের ডিসেম্বরে রাজধানীর শাহবাগ থানায় পৃথক দুটি মামলা হয়। এই দুই মামলার আসামি মির্জা ফখরুল। মামলা দুটি তদন্তের পর্যায়ে রয়েছে।
ঠিকানা/এসআর