ঠিকানা রিপোর্ট: মারিজুয়ানা দখলে রাখা এবং সেবন সংশ্লিষ্ট ৩ হাজার ৪২ টি সাবেক আমলের মিসডেমীনর (ক্রাইম আদার দেন ফেলনী) মামলা ম্যানহাটন ডিস্ট্রিক্ট এটর্নী সাইরাস ভ্যান্সের অনুরোধে খারিজ করা হয়েছে। ম্যানহাটন ক্রিমিনাল কোর্ট জাজ কেভিন ম্যানগ্রেইন ডিস্ট্রিক্ট এটর্নী ভ্যান্সের অনুরোধ অনুমোদন করেছেন বলে ১৫ সেপ্টেম্বর জানা গেছে।
ভ্যান্স বলেন, এ সকল মামলার ৮০%ই ১৯৭৮ সালে বা তারও আগে বিশেষ বর্ণের লোকের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল এবং বিশেষ বর্ণের কমিউনিটি তৎকালে অহেতুক বোঝার মাঝে বাস করছিল। বিজ্ঞ বিচারক ম্যাকগ্রাথের উদ্দেশ্যে এটর্নী ভ্যান্স বলেন, এ সকল মামলা খারিজ করে দিয়ে আমরা উন্মুক্ত ক্রিমিনাল কোর্ট মামলার সাথে জড়িত চাকরি-বাকরি, বিদ্যালয়ে উপস্থিতি, আবাসনের জন্য দরখাস্ত ও ইমিগ্রেশন স্ট্যাটাস জাতীয় যাবতীয় প্রতিক’ল সদৃশ পরিণতি ও পরিস্থিতির ইতি ঘটাতে যাচ্ছি। ১ আগস্ট থেকে ম্যানহাটন ডিস্ট্রিক্ট এটর্নী জননিরাপত্তায় ব্যাঘাত না ঘটালে এবং কালোবাজারে বিক্রি না করলে মারিজুয়ানা দখলে রাখা কিংবা সেবনের দায়ে কারও বিরুদ্ধে মামলা রুজু বন্ধ করে দিয়েছে। ভ্যান্সের দপ্তর থেকে বলা হয় : তাদের দপ্তরে জমা থাকা কোন কোন মামলা খারিজ করা হবে তা নির্ধারণের জন্য ব্যাপক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হচ্ছে। অন্য কোন ধরনের ফেলনী অপরাধ ছাড়া শুধুমাত্র হাসিস বা মারিজুয়ানা দখলে রাখা বা সেবন করার দায়ে যাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে সেগুলো খারিজ করা হচ্ছে এবং হবে।
এদিকে ডিস্ট্রিক্ট এটর্নীর দপ্তর এবং নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট মামলা খারিজ প্রক্রিয়া যাতে দ্রুতগতিতে সম্পন্ন করতে পারেন তজ্জন্য বিজ্ঞ বিচারক ম্যাকগ্রাথ মিসডেমীনর মামলা ৯০ দিনের জন্য গালাসীল করে দিয়েছেন। ভ্যান্স বলেন, তার দপ্তর পাবলিক ডিফেন্ডার (রক্ষাকারী) দপ্তরের সাথে কাজ করছে এবং যে সকল ব্যক্তির মামলা খারিজ করা হয়েছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে। শুনানীতে অংশ গ্রহণকারী নিউ ইয়র্ক কাউন্টি ডিফেন্ডার সার্ভিসের পরিচালক ক্যারোলিন উইলসন এবং হার্লেমের নেইবারহুড ডিফেন্ডার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক সেথ স্টীড জানান অনতিবিলম্বের তারা সহসা মামলা খারিজ হওয়া নিউ ইয়র্কারদের তালিকা অব্যাহতিপ্রাপ্তদের নিকট পৌঁছাতে সক্ষম হবেন। স্টীড বলেন, পুলিশ কর্মকর্তাদের অকারণ ও বাড়তি খবরদারির কবল থেকে অব্যাহতি পাওয়ার ক্ষেত্রে মামলা খারিজের বিষয়টি আমাদের মক্কেল ও আমাদের কমিউনিটির জন্য তাৎপর্যমন্ডিত পরিবর্তনই বলা চলে। ভ্যান্স আলবেনীর প্রতি অনুরোধ জানিয়েছেন মারিজুয়ানা সংশ্লিষ্ট প্রচলিত আইনে প্রয়োজনীয় ও কাঙ্খিত পরিবর্তন আনতে করতে। তিনি বলেন, বিদ্যমান আইনে প্রয়োজনীয় সংস্কার আনয়ন করলে নিম্নমাত্রার মারিজুয়ানা দখলে রাখার মিসডেমীনর অপরাধে কাউকে কারাগারে প্রেরণ করতে হবেনা এবং সিটি ও স্টেটের বড় ধরনের আর্থিক সাশ্রয় হবে। ভ্যান্স আরও বলেন, ওয়েস্ট সাইড হাইওয়েতে কেউ ঘন্টায় ৭৫ মাইল বেগে গাড়ি চালায় তবে তাকে টিকেট দেয়া হয়। আর কারও কাছে সামান্য পরিমাণ মারিজুয়ানা পাওয়া গেলে কিংবা কাউকে মারিজুয়ানা সেবন করতে দেখা গেলে তাকে গ্রেপ্তার করা হয়, হাতকড়া পরিয়ে ২৪ ঘন্টার জন্য কারা অভ্যন্তরে অন্তরিণ রাখা হয়। ভ্যান্স বলেন, আমাদের দৃষ্টিতে এটি আইনের সুষ্ঠু ও সঠিক প্রয়োগ নয় বরং বৈষম্যমূলক অপপ্রয়োগই বটে।