৪ উপায়ে সোসাইটির সংকট নিরসন সম্ভব

সাক্ষাৎকারে অ্যাটর্নি মোহম্মদ এ আজিজ

ঠিকানা রিপোর্ট : বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের অ্যাটর্নি মোহম্মদ এ আজিজ বলেছেন, বাংলাদেশ সোসাইটির নির্বাচন করতে এখন আর কোনো বাধা নেই। চাইলে নির্বাচন কমিশন এখনই নির্বাচন করতে পারে। তারা নির্বাচন করবেন কি না, সেই সিদ্ধান্ত তাদের। চারটি উপায়ের যেকোনো একটি অবলম্বন করে তারা সৃষ্ট সংকট নিরসন করতে পারেন। সম্প্রতি ঠিকানার সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আগে বাংলাদেশ সোসাইটির সব মামলা পরিচালনা করতেন। সম্প্রতি সোসাইটি মামলার অ্যাটর্নি পরিবর্তন করে। অ্যাটর্নি মোহম্মদ এ আজিজ বলেন, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের পক্ষে আমি এখনো অ্যাটর্নি হিসেবে কাজ করছি। সোসাইটির অন্যান্য মামলা এখন পরিচালনা করছেন আরেকজন আইনজীবী। আজিজ বলেন, সোসাইটির সংকট নিরসনের জন্য চারটি উপায়ের প্রথমটি হচ্ছে নির্বাচনের উদ্যোগ নেওয়া। যেহেতু এখন নির্বাচন করতে আমার জানামতে কোনো বাধা নেই। নির্বাচন কমিশন যদি নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির হাতে দায়িত্ব দিতে না পারে, তাহলে দ্বিতীয় অপশন হচ্ছে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনার মাধ্যমে সংকটের নিরসন করা। কারণ, এখন সোসাইটির যে অবস্থা, তাতে সংগঠনটির কর্মকাণ্ড সীমিত হয়ে পড়েছে। এই মাদার সংগঠনকে বাঁচাতে সবাইকে ঐকমত্য হতে হবে। তৃতীয়ত, যেসব মামলা চলমান রয়েছে, সেগুলো নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া। কোনো উপায়েই যদি সংকটের সমাধান করা সম্ভব না হয়, তাহলে শেষ অপশন হচ্ছে সোসাইটির পক্ষ থেকে জেনারেল মিটিং ডাকা। সোসাইটি চাইলে জেনারেল মিটিং করে এর গঠনতন্ত্র সংশোধন করতে পারে। গঠনতন্ত্র সংশোধনের পর চাইলে নির্বাচন করতে পারে কিংবা সিলেকশন কমিটি করতে পারে। সে জন্য সাধারণ সদস্যদের ঐকমত্য হতে হবে। সোসাইটির ২৭ হাজারের বেশি সদস্য আছেন। সবাই হয়তো জেনারেল মিটিংয়ে আসতে পারবেন না। সে ক্ষেত্রে কোরাম পূর্ণ করার মতো প্রয়োজনীয় সদস্যদের নিয়ে জেনারেল মিটিং ডেকে গঠনতন্ত্র সংশোধনের সুযোগ রয়েছে। তবে প্রথম বৈঠকে কোরাম পূর্ণ না হলে দ্বিতীয়বার সাধারণ সভা ডাকা যায়। সে জন্য সভার আগে থেকেই কোরাম পূর্ণ করার বিষয়টি সংগঠনের দায়িত্বশীলদের নিশ্চিত করতে হবে।