নিউইয়র্ক : মহামারী করোনাকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থেকে জনসেবামূলক কাজ করে যাওয়ায় ৪ আমেরিকান বাংলাদেশি অর্জন করেছেন কোভিড-১৯ হিরো অ্যাওয়ার্ড। গত ১০ নভেম্বর নিউইয়র্কের ব্রুকলিন বোরো প্রেসিডেন্ট এরিক এডামস ৪ বাংলাদেশিসহ ১৮৮ জনকে এই অ্যাওয়ার্ড প্রদান করেন। মহামারী কোভিড-১৯ চলাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে যারা কমিউনিউটির মানুষের পাশে দাঁড়িয়েছেন।
সম্মিলিত সাংগঠনিক উদ্যোগ কিংবা ব্যক্তিগতভাবে ছুটে গিয়েছেন সাহায্যপ্রার্থীদের কাছে। তাদের প্রতি সম্মাননা জানাতে ব্রুকলিন বোরো প্রেসিডেন্ট এই অ্যাওয়ার্ড হাতে তুলে দেন। পুরস্কারপ্রাপ্ত ৪ বাংলাদেশিদের মধ্যে রয়েছেন বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট শাহ নেওয়াজ, বারী হোম কেয়ার সিইও এবং লায়ন ক্লাব সভাপতি আসিফ বারী টুটুল, লায়ন্স ক্লাবের সম্পাদক আহসান হাবিব, ট্রান্সফোটেক একাডেমি সিইও এবং ‘এমইএ’ ভাইস প্রেসিডেন্ট শেখ গালিব রহমান।