৬০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে আশীষ বিদ্যার্থী

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : ভারতীয় সিনেমার ‘মন্দ মানুষ’ আশীষ বিদ্যার্থী। ক্যারিয়ারের বেশির ভাগ সিনেমাতেই ভিলেন রূপে দেখা গেছে তাকে। ৬০ বছর বয়সে এবার বিয়ের পিঁড়িতে বসলেন এই তুখোড় অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ২৫ মে বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিন কলকাতায় দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেতা। পাত্রী রুপালি বড়ুয়া আসামের মেয়ে। কলকাতার এক নামী ফ্যাশন হাউসে কর্মরত তিনি। এদিন ঘনিষ্ঠ মানুষজনের উপস্থিতিতে কোর্টে গিয়ে বিয়ে করেন তারা।

এর আগে কলকাতায় প্রথম বিয়ে করেন আশিস। অভিনেত্রী-গায়িকা রাজোশি বড়ুয়াকে বিয়ে করেছিলেন তিনি। শকুন্তলা বড়ুয়ার কন্যা রাজোশি, তবে সেই বিয়ে টেকেনি। এবার নতুন করে গাঁটছড়া বাঁধলেন আশিস। বিয়ের পর্ব সেরে উচ্ছ্বসিত এই জুটি। রুপালির সঙ্গে প্রেমের কথা গোপন রেখেছিলেন আশিস, বিয়ে করে চমকে দিলেন সবাইকে।

কেরালার ঐতিহ্যবাহী ধুতি আর কুর্তায় দেখা গেছে আশিসকে। সঙ্গে গলায় ঝুলল অসমের ‘গামোছা’। অন্যদিকে সোনালি পাড়ের সাদা মেঘলা চাদরে সাজলেন রুপালি। পাড়ের ওপর নজরকাড়া ময়ূরের নকশা।

১৯৮৬ সালে অভিনয় শুরু করেন আশিস বিদ্যার্থী। গত চার দশকে তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন ১১টি ভারতীয় ভাষার ছবিতে। ‘দ্রোহকাল’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।

ঠিকানা/এনআই