ঠিকানা অনলাইন : বিয়ে নিয়ে স্বপ্ন দেখে না এমন মানুষ বিশ্বে বিরল। বিয়ের দিনটিকে ঘিরে নানা রকম পরিকল্পনা করে থাকেন যুগলরা। দিনটিকে স্মরণীয় রাখতে করা হয় নানা আয়োজন। কিন্তু যদি একই দিনে একই স্থানে ২ হাজার ১৪৩ যুগলের বিয়ে হয়, তাহলে কেমন হবে? এমনটাও কি সম্ভব?
হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে ভারতের রাজস্থানে। গত ২৬ মে রাজস্থানের বারান শহরে মাত্র ৬ ঘণ্টায় ২ হাজার ১৪৩ যুগলের বিয়ে হয়েছে। আর এরই মধ্য দিয়ে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি বিয়ের বিশ্বরেকর্ড তৈরি হয়েছে। ১০ জুন শনিবার জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে জানা যায়, ভারতের রাজস্থানের বারান শহরে এদিন হিন্দু ও মুসলিম উভয় ধর্মাবলম্বী যুগলদের বিয়ে দেওয়া হয়েছে। শ্রী মহাবীর গোসালা কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন এই গণবিয়ের আয়োজন করে।
বিশ্বরেকর্ড গড়া এই বিয়েতে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ক্যাবিনেট মন্ত্রী প্রমোদ জৈনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।
বিয়েতে শ্রী মহাবীর গোসালা কল্যাণ সংস্থার পক্ষ থেকে উপহার হিসেবে ২ হাজার ১৪৩ যুগলকেই স্বর্ণালংকার, ফ্রিজ, টিভি, বালিশের কভার-চাদর এবং রান্নাঘরের জিনিসপত্র দেওয়া হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য–সমাজের পিছিয়ে পড়া সাধারণ নারী ও পুরুষ, যাদের বিয়ে হতে সমস্যা হচ্ছিল তাদের সহায়তা করা।
এর আগে একসঙ্গে এক দিনে ৯৮৩ যুগলের বিয়ে দিয়ে বিশ্বরেকর্ড গড়েছিল ইয়েমেন। ২০১৩ সালে ১২ ঘণ্টার মধ্যে ৯৮৩ যুগলের বিয়ে হয়েছিল দেশটিতে।
ঠিকানা/এনআই