৭০০ ক্লাব গোলে রোনালদোই প্রথম

ঠিকানা অনলাইন : মৌসুমের মাস তিনেক পেরিয়ে লিগে একটি গোলও নেই নামের পাশে। চলতি মৌসুমে তিনি মাত্র একটি গোল করেছেন, সেটি আবার ইউরোপা লিগে। প্রিমিয়ার লিগে গোল করবেন কী, কোচ টেন হাগ যে ক্রিস্টিয়ানো রোনালদোকে একাদশেই রাখছেন না! সুযোগ পেয়ে সেই খরা কাটিয়েছেন সিআর সেভেন, ম্যানচেস্টার ইউনাইটেডকে দারুণ জয় এনে দেয়ার পাশাপাশি নাম লিখিয়েছেন ৭০০ ক্লাব গোলে।

হরেক রেকর্ড আর অর্জনে ঠাঁসা ক্যারিয়ারে অনন্য আরেকটি মাইলফলকেই নাম তুললেন রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে ৭০০ গোলের কীর্তি হল পর্তুগিজ মহাতারকা।

ম্যাচে ১-১ গোলে সমতা চলছিল, ঘড়ির কাটায় ৪৪ মিনিটের খেলা এগোচ্ছে, কাসেমিরোর থেকে বল পেয়ে বক্সের মধ্য থেকে জাল খুঁজে নেন রোনালদো। রোববার রাতে এভারটনের বিপক্ষে লিগ ম্যাচটি ইউনাইটেড জিতেছে ২-১ গোলে।

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে প্রথম গোল রোনালদোর, তাতেই এত বড় অর্জন ছোঁয়া। বলে রাখা যায়, এদিনও শুরুর একাদশে সুযোগ পাননি, মাঠে এসেছেন ২৯ মিনিটে বদলি হিসেবে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের হয়ে ১০ ম্যাচে দ্বিতীয় গোল হল তার, খানিকটা অপেক্ষারও শেষ বলা যায় ৩৭ বর্ষী মহাতারকার।

রোনালদো এই ৭০০ ক্লাব গোলে পা রাখলেন ৯৪৫ ম্যাচে। পরের স্থানটি লিওনেল মেসির, ৬৯১ গোল নিয়ে দুইয়ে পিএসজির আর্জেন্টাইন মহাতারকা।

দুই দশকের বেশি সময় লাগল রোনালদোর, সাতশতে পৌঁছাতে। নিজ দেশের ক্লাব স্পোর্টিং লিসবনে (৫ গোল) শুরু, ইউনাইটেডে এসে সাতশ। মাঝে রিয়াল মাদ্রিদে (৪৫০) করে এসেছেন সাড়ে চারশো গোল, জুভেন্টাসে শখানেক (১০১), আর ইউনাইটেডে (১৪৪) দুদফার যাত্রায় গোলসংখ্যা নিয়ে গেছেন দেড়শর কাছে।

গুডিসন পার্কে ম্যাচের পঞ্চম মিনিটে লোবির গোলে এগিয়ে গিয়েছিল এভারটন। ১৫ মিনিটে অ্যান্টনের গোলে সমতা টানে অতিথিরা। চোট নিয়ে মাঠ ছাড়া মার্শিয়ালের বদলি হিসেবে নেমে বিরতির আগে আগে রোনালদোর সেই গোল হয়ে ওঠ জয়ের পাথেয়। ৮১ মিনিটে রাশফোর্ডের একটি গোল অবশ্য ভিএআরে বাতিল হয়েছে। তাতে জয় আটকায়নি।

যে জয় প্রিমিয়ার লিগ টেবিলের পাঁচে তুলে দিয়েছে ইউনাইটেডকে। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট তাদের। এক ম্যাচ বেশি খেলে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল, ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি, ২০ পয়েন্টে তিনে টটেনহ্যাম ও ৮ ম্যাচে ১৬ পয়েন্টের চেলসি আছে টেবিলের চারে।

ঠিকানা/এসআর