৭ বছরের মধ্যে রিপাবলিকানদের জনপ্রিয়তা তুঙ্গে

ঠিকানা ডেস্ক: আমেরিকা যুক্তরাষ্ট্রে জনজরিপ এবং জরিপ ফলাফলের গুরুত্ব অপরিসীম। বিশেষত নির্বাচনী পূর্ববর্তী জনজরিপ ফলাফলের সাথে ভোটের ফলাফলের বিস্ময়কর সাদৃস্য পরিলক্ষিত হয়। তাই এ বছরও মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জরিপ প্রতিষ্ঠান অনেকগুলো জরিপকার্য পরিচালনা করেছে। ৩০ সেপ্টেম্বর প্রকাশিত এক জরিপ প্রতিবেদনে উল্লেখ করা হয় যে বিগত ৭ বছরের মধ্যে আমেরিকানদের কাছে রিপাবলিকান দলের অনুমোদনের স্তর তুঙ্গে উঠেছে।
গ্যাল আপ জরিপের উক্ত প্রতিবেদনে বলা হয় যে এক বছর পূর্বে জিওপির কর্মকান্ডের অনুমোদন ৩৬% থাকলেও বর্তমানে ৪৫% আমেরিকান জিওপির কর্মকান্ডকে অনুমোদন করে। প্রতিবেদনে আরও বলা হয় ২০১১ সালের জানুয়ারিতে রিপাবলিকানদের কর্মকান্ডের অনুমোদন ছিল ৪৭%। এর পর আর কখনো তা ৪৪% এর কোটা অতিক্রম করেনি। অথচ এবারই তা ৪৫% এ উন্নীত হয়েছে। আর ডেমক্র্যাটদের কর্মকান্ডের অনুমোদনের হার গত বছর ছিল ৪৪% এবং এ বছর তা অপরিবর্তনীয় রয়েছে।
প্রতিবেদন অনুসারে, ২০১৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের পর গ্যালফ জরিপে জিওপির অনুমোদনের হার ৪২% এবং ডেমক্র্যাটদের অনুমোদনের হার ৩৬% ধরা পড়েছিল।