ঠিকানা রিপোর্ট: প্রতি ১১ জনে ১ জন বা ৯% নিউইয়র্কবাসী মানসিক চাপে ভুগছেন। ২০১৬ সালে স্বাস্থ্য বিভাগ পরিচালিত মানসিক চাপ সংশ্লিষ্ট সর্বপ্রথম জনজরিপ প্রতিবেদন থেকে এই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগের ১৫ এপ্রিল প্রকাশিত জরিপ প্রতিবেদনে বলা হয় যে ২০১৬ সালের জরিপে অংশগ্রহণকারী বিগ আপেলের প্রাপ্ত বয়স্ক বাসিন্দাদের ৯% জানান যে তারা কোন না কোন ধরনের মানসিক চাপে আক্রান্ত। প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয় মানসিক চাপের শিকার নিউইয়র্কবাসীদের মধ্যে শীর্ষস্থানে রয়েছে ল্যাটিনোরা। শ্বেতাঙ্গদের ৭% এবং ল্যাটিনোদের ১৩% মানসিক চাপে আক্রান্ত বলে প্রতিবেদনে উপস্থাপন করা হয়েছে। আর আফ্রিকান-আমেরিকানদের ৮% এবং এশিয়ান ও প্যাসিফিক আইল্যান্ডারদের ৫% মানসিক চাপে ভুগছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অবশ্য পাবলিক অ্যাডভোকেট লেটিশিয়া জেমস প্রতিবেদনটি সাথে দ্বিমত প্রকাশ করেছেন। জেমস বলেন, বর্ণিত হারের চেয়ে বাস্তবে প্রত্যেক কমিউনিটির দ্বিগুণ সংখ্যক লোক মানসিক চাপে ভুগছেন। জেমস আরও বলেন, মানসিক স্বাস্থ্যের সাথে সংশ্লিষ্ট রোগব্যাধিতে আক্রান্তদের চিকিৎসা প্রদান এবং মানসিক ব্যাধির সাথে লড়া অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে অধিকতর জটিল হয়ে পড়েছে।