ঠিকানা রিপোর্ট : নতুন বছর অনেক নতুনকে স্বাগত জানায়। এটা রাজনীতিবিদদের প্রতিশ্রুতি এবং বক্তৃতার সময়।
ম্যানহাটনের হারলেমের ৯ বছর বয়সী ছাত্র কেডেন হার্নের কথা সারা বিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে। তিনি গত ২ জানুয়ারি সোমবার নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের উদ্বোধনী অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেছেন। হার্ন লিখেছেন, ‘মনে মনে আমি দারিদ্র্যের সন্তানের মতো থাকতাম, জানতাম না- আশা এবং স্বপ্নগুলো বাস্তবে পরিণত হতে পারে। মনে মনে ভাবতাম শ্রেণিকক্ষের পিছনে বসে থাকাই ভালো; কারণ শিক্ষক আমাকে কখনো পড়তে বা লিখতে বলবেন না। তবে তিনি খুব কমই জানতেন যে আমি এত উজ্জ্বল ছিলাম।’ হোকুল গত বছর অফিসিয়াল কাজে অ্যাপোলো থিয়েটারে গিয়েছিলেন। ওই সময় তিনি থিয়েটারের ভিতরে যাওয়ার জন্য ওই শিশুকে অপেক্ষা করতে দেখেন এবং তার সাথে কথা বলেন। গভর্নর তার বক্তব্যে বলেন, ‘ব্লকের চারপাশে একটি দীর্ঘ লাইন এবং আমি এই শিশুকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি বললাম, ‘আপনি কাউকে দেখতে যাচ্ছেন?’ তিনি বলেন, ‘না, আমি কবি। আমি আবৃত্তি করতে যাচ্ছি।’
হোকুল তাকে ওই সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি নির্বাচিত হলে তার উদ্বোধনী অনুষ্ঠানে কবিতা আবৃত্তির জন্য তাকে আমন্ত্রণ জানাবেন। তার দাদি তাকে প্রাথমিক কিছু অনুপ্রেরণা যুগিয়েছেন। হার্ন বলেন, তার পরবর্তী কবিতা প্রেসিডেন্টের জন্য।