ঠিকানা অনলাইন ডেস্ক : আর নয় দিন পর শেষ হতে চলছে ফাল্গুন মাস। এরই মধ্যে থেমে থেমে চলছে বৃষ্টি। এ মাসেই আরও শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে। যার কারণে এবারের কালবৈশাখী নিয়ে সতর্ক থাকতে বলেছে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর।
চলতি মার্চ মাসে তিন-চার দিন হালকা থেকে মাঝারি এবং মাঝারি থেকে তীব্র মাত্রার কালবৈশাখী হওয়ার আশঙ্কা করা হয়েছে। এর পর এপ্রিলে বঙ্গোপসাগরে এক থেকে বড় দুটি নিম্নচাপ সৃষ্টি এবং পরবর্তী সময় একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ আবহাওয়ার পূর্বাভাস সূত্রে জানা যায়, চলতি মার্চ মাসে ক্রমান্বয়ে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাপমাত্রা বেড়ে ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। একইভাবে এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পতেঙ্গা আবহাওয়া দফতরের কর্তব্যরত আবহাওয়াবিদ শ্রীকান্ত কুমার বসাক জানান, ঢাকা থেকে একটি পূর্বাভাসে মার্চ মাসের শেষের দিকে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া কালবৈশাখীর পূর্বাভাসও দেয়া হয়েছে।
এদিকে চলতি মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এক থেকে দুদিন মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ও দেশের অন্যত্র দুই থেকে তিন দিন হালকা বা মাঝারি কালবৈশাখী হতে পারে।